মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৬:১৯

আজারি সেনার হা'মলায় ৫৪৩ আর্মেনিয় সেনা নিহ'ত

আজারি সেনার হা'মলায় ৫৪৩ আর্মেনিয় সেনা নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা পাল্টা-হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এতে উভয়পক্ষের সামরিক বাহিনীর বেশকিছু সদস্য হতাহত হয়েছেন।

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় সাম'রিক কর্মকর্তারা জানান, আজারবাইজানের সঙ্গে সং'ঘর্ষে সোমবার (১২ অক্টোবর) তাদের আরও ১৭ সৈন্য নিহ'ত হয়েছেন। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখে দুই প্রতিবেশীর সং'ঘা'ত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪৩ সৈন্য প্রাণ হা'রালেন। অন্যদিকে আজারবাইজানের সামরিক বা'হি'নীরও বেশকিছু সদস্য নিহ'ত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যু'দ্ধবিরতিতে রাজি হলেও দুদিন পার না হতেই আবারও সং'ঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সাম'রিক বা'হি'নী। তবে যু'দ্ধবিরতি চু'ক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। কিন্তু বর্তমানে এই অঞ্চলে ভ'য়াব'হ যু'দ্ধের দিকে ঝুঁ'কে পড়েছে দুই দেশ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে