আন্তর্জাতিক ডেস্ক : বির্ত'কিত নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত মাসের শেষ দিক থেকে যু'দ্ধ শুরু হয়েছে। চলমান এ যু'দ্ধে আজারবাইজানের আঞ্চলিক অখ'ণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ কাতার। মঙ্গলবার এ খবর জানিয়েছে আজারবাইজানের সংবাদমাধ্যম আজভিশন।
সোমবার বাকুতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ফয়সাল বিন আবদুল্লাহ আল-হেনজাব গানজা শহর পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা গানজা পরিদর্শন করেছি। বেসামরিক নাগরিকদের হা'মলায় ল'ক্ষ্যব'স্তু করায় নি'ন্দা জানাচ্ছে কাতার। আমি পুনর্ব্যক্ত করছি কাতার ভ্রাতৃপূর্ণ আজারবাইজানের আঞ্চলিক অখ'ণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাচ্ছে।'
কাতারের রাষ্ট্রদূত বলেন, ''শুধু আরব দেশ বলেই নয়, সব সভ্য দেশের উচিত বেসামরিক নাগরিকদের হা'মলার ল'ক্ষ্যবস্তু বানানোর বি'রু'দ্ধে অবস্থান নেয়া। আমরা চাই এই সং'ঘা'তের শান্তিপূর্ণ সমাধান, যা বছরের পর বছর ধ'রে চলছে।'' ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যু'দ্ধে জড়ায়।
পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় ম্যারথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যু'দ্ধবিরতিতে সম্মত হয়। এ যু'দ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যু'দ্ধব'ন্দিসহ অন্যান্য ব'ন্দি বিনিময় ও মৃ'তদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। শনিবার থেকে যু'দ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যু'দ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যু'দ্ধবিরতি ল'ঙ্ঘনের জন্য অ'ভিযু'ক্ত করে।