মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৭:১২:১৫

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুলের (সা.) রওজা

জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুলের (সা.) রওজা

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ অক্টোবর থেকে জিয়ারতকারীদের জন্য মদিনা শরীফে রাসুলের (সা.) রওজা খুলে দেয়া হচ্ছে। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে। মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, ১৮ অক্টোবর থেকে মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিব'ন্ধন করতে হবে বলেও সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি জানিয়েছে।

১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগে'টিভ রিপো'র্ট জমা দিতে হবে। এছাড়া পবিত্র স্থানগুলাতে প্রতিরো'ধমূলক ব্যবস্থা মেনে চলা, মুখো'শ পরা, অন্যের কাছ থেকে নিরা'পদ দূরত্ব বজায় রাখা এবং শারীরিক যোগাযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : আল আরাবিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে