বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১২:২০:০৮

আর্মেনীয় প্রতির'ক্ষা ব্যবস্থা গুঁ'ড়িয়ে দিচ্ছে আজারবাইজানের যেসব অ'স্ত্র!

আর্মেনীয় প্রতির'ক্ষা ব্যবস্থা গুঁ'ড়িয়ে দিচ্ছে আজারবাইজানের যেসব অ'স্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক বছর ধ'রে বিশ্বজুড়ে যু'দ্ধক্ষেত্রে মানুষবি'হী'ন ড্রোনের ব্যা'পক ব্যবহার হচ্ছে। আজারবাইজান ও আর্মেনিয়াতেও এর ব্যতিক্রম ঘ'টেনি। তবে এই ল'ড়া'ইয়ে নতুন মাত্রা যোগ করেছে অত্যাধুনিক সব ড্রোন। ফলে গত দু'সপ্তাহ ধ'রে চলমান এ যু'দ্ধ সামরিক বিশেষ'জ্ঞদের ন'জ'র কে'ড়েছে। 

বিশেষ করে ইসরাইল ও তুরস্কের তৈরি ড্রোন দিয়ে চালানো হা'মলা। আলজাজিরা জানিয়েছে, মানুষবি'হী'ন স'শ'স্ত্র ড্রোন থেকে শুরু করে যু'দ্ধের ময়দানে ন'জ'রদারির জন্য সেন্সর আর আ'ঘা'ত হা'নতে দী'র্ঘপাল্লার নানা স'মরা'স্ত্র ব্যবহার হচ্ছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে লেটেস্ট মডেলের ড্রোন।

আর এসব সাম'রিক প্রযুক্তিই যু'দ্ধক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছে আজারবাইজানকে। ইসরাইল আর তুরস্কের তৈরি ড্রোন দিয়ে মুহুর্মুহু হা'মলায় আর্মেনীয় প্রতির'ক্ষা ব্যবস্থা গুঁ'ড়িয়ে দিয়েছে আজারি সেনারা। ল'ড়া'ইয়ের তী'ব্রতা বুঝিয়ে দিয়েছে নাগারনো-কারাবাখে আর্মেনীয় ল'ক্ষ্যবস্তুর ওপর আজেরি ড্রো'ন হা'মলার ভিডিও ফুটেজ।

পর্যবেক্ষণ ড্রোন থেকে তোলা টা'র্গে'ট এলাকার বেশি কিছু ভিডিও প্রকা'শ করেছে আজেরি প্রতির'ক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা যাচ্ছে, ল'ক্ষ্যবস্তুর অবস্থান চি'হ্ণি'ত করে মুহুর্তেই তা ধ্বং'স করা হচ্ছে। সশ'স্ত্র ড্রোনের মাধ্যমে আর্মেনিয়ার শত শত ট্যাংক ধ্বং'সের এসব ভিডিওতে পশ্চিমা গণ ও সামাজিক মাধ্যম সয়লাব।

সম্প্রতি দুটি দেশই তাদের অ'স্ত্রের সম্ভার বাড়িয়েছে। এর মধ্যে আজারবাইজান অ'স্ত্র সংগ্রহ করেছে আর্মেনিয়ার চেয়ে বেশি এবং আজারিরা ড্রো'ন প্রযু'ক্তির দিকে বেশি ঝুঁ'কেছে। যু'দ্ধক্ষেত্রে শুধু ড্রোনের ব্যবহারই হচ্ছে না। নাগারনো-কারাবাখের ময়দানে বসানো হয়েছে হাজার হাজার ন'জ'রদারি সেন্সর, যাকে বলা হচ্ছে ''যু'দ্ধক্ষে'ত্রের চোখ''।

বহু দুর থেকে পরি'স্থিতির ওপর সহজেই ন'জর রাখতে ব্যবহার হচ্ছে উন্নত এই প্রযুক্তি। একই কাজে বেশ কার্যকর সশ'স্ত্র বা নি'র'স্ত্র ড্রোনও। শ'ত্রু বা'হি'নীর চলাচল বিষয়ে গুরুত্বপূর্ণ খবরাখবর রাখছে নিখু'তভাবে। এসব ড্রোন এত উন্নতমানের যে দিন- রাতে সশ'স্ত্র গাড়ি কিংবা লুকানো ট্যাংকের ছবিও ধা'রণ করতে পারে। অর্থাৎ এগুলোর কারণে যু'দ্ধক্ষেত্রে যেকোনো অ'স্ত্রই লু'কানো অসম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে