বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১০:২৪:২৯

নতুন একটি এলাকা দ'খলমুক্ত করল আজারবাইজান

নতুন একটি এলাকা দ'খলমুক্ত করল আজারবাইজান

সাময়িক যু'দ্ধবিরতির পর আবারও আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তু'মুল সংঘা'ত চলছে। পা'ল্টা-পা'ল্টি হা'মলার অভি'যোগের মধ্যেই নতুন একটি এলাকা দখ'লমুক্তের কথা জানিয়েছে বাকু। মঙ্গলবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজভিশন জানিয়েছে, আর্মেনিয়ার দ'খল থেকে হাদরাত শহর দ'খলমুক্ত করেছে আজারবাইজান। এরপর দখ'লমুক্ত এলাকার দুই মিনিট বিশ সেকেন্ডের একটি ভি'ডিও প্রকাশ করা হয়। -আজভিশন

এতে দেখা গেছে, বিস্তৃীর্ণ এলাকা দ'খলে নিয়েছে আজেরি সেনাবাহিনী। লোকালয়ে সুনশান নীরবতা। বাড়িঘর ফাঁকা রেখে মানুষ অন্যত্র চলে গেছে। কিছু দূর পর পর খালি বাড়ি-ঘর দেখা যাচ্ছে। এর আগে সোমবার আর্মেনিয়ার হাত থেকে জাবরাইল জেলার সুলেমানি গ্রাম দ'খলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। 

পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যু'দ্ধবিরতিতে সম্মত হয়। এ যু'দ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যু'দ্ধবন্দিসহ অন্যান্য ব'ন্দি বিনিময় ও মৃ'তদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে