বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৪২:০৬

একে একে আরও ৮ অঞ্চল দখলমুক্ত করে পতাকা উড়ালো আজারবাইজান

একে একে আরও ৮ অঞ্চল দখলমুক্ত করে পতাকা উড়ালো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার দ'খ'ল থেকে আরও ৮ অঞ্চল মু'ক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবা'হি'নী। বুধবার আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণায় এ কথা জানান। এক টুইট বার্তায় তিনি কথা জানিয়েছেন।

এক টুইট বার্তায় আজেরি প্রেসিডেন্ট বলেন, আজারবাইজানের গর্বিত সেনাবাহিনী ফুজুলি জেলার গারাকলু, গারাদাগলি, খাতুনবুলাগ গ্রাম এবং খাজাভেন্দ জেলার তাগাসের, বুলুতান, মেলিকজানলি, কেমারতুক ও টেকে গ্রাম মুক্ত করেছে। দীর্ঘজীবী হউক আজারবাইজানের সেনাবা'হি'নী। কারাবাখ আজারবাইজানের।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়, এর আগে আজারবাইজানের সেনাবা'হি'নী অ'ভিযা'ন পরিচালনা করে দ'খ'লকৃত সেবরাইল, হাদরুতসহ ৩০টির বেশি গ্রাম মুক্ত করেছে। আজারবাইজানের প্রসিকিউটর মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, ২৭ সেপ্টম্বর থেকে যু'দ্ধে আর্মেনিয়ার হামলায় ৪২ জন বেসামরিক লোক নিহ'ত আর ২০৬ জন আহ'ত হয়েছেন।

২৭ সেপ্টেম্বর থেকে বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যু'দ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যু'দ্ধবিরতিতে সম্মত হয়। এ যু'দ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যু'দ্ধব'ন্দিসহ অন্যান্য ব'ন্দি বিনিময় ও মৃ'তদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে