বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৮:১৬

নাগার্নো-কারাবাখে রুশ সেনা মোতায়েন করা সঠিক সিদ্ধান্ত হবে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নাগার্নো-কারাবাখে রুশ সেনা মোতায়েন করা সঠিক সিদ্ধান্ত হবে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গোলযোগপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চলে যু'দ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য রুশ শা'ন্তির'ক্ষী বা'হি'নী মোতায়েন করার কথা বলেছেন। তিনি বলেন, চলমান সং'ঘা'তময় পরি'স্থিতিতে কারাবাখের নিয়'ন্ত্রণ রেখা বরাবর রুশ সেনা মোতায়েন করা সঠিক সিদ্ধান্ত হবে।

ল্যাভরভ বলেন, অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ইয়েরেভান ও বাকুর ওপর। দু দেশের মধ্যে রাজনৈতিক সমাধান ছাড়া কোনো সামরিক সমাধান কার্যকরী হবে না। শুধুমাত্র শান্তির'ক্ষী নয় বরং সেখানে সামরিক পর্যবে'ক্ষক মোতায়েন করা জরুরি। যদি সেখানে রুশ সামরিক পর্যবে'ক্ষক থাকতেন তাহলে সঠিকভাবে যু'দ্ধবিরতি পালিত হতো।

বিষয়টি যদিও বাকু ও ইয়েরেভানের তবে দু পক্ষই রুশ শান্তির'ক্ষী মোতায়েনের বিষয়টি বিবেচনা করবে বলে মস্কো আশা করে। এদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, একমাত্র বাকু ও ইয়েরেভান একমত হলেই সেখানে শান্তির'ক্ষী বা'হি'নী মোতায়েন করা যাবে। তিনি আবারও বলেছেন, যে কোনো ভাবেই হোক না কেন, আলোচনায় তুরস্কের অংশগ্রহণ নি'শ্চি'ত করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে