বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ০৯:০২:৪১

ডোনাল্ড ট্রাম্পের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রধান অংশীদার বাংলাদেশ

ডোনাল্ড ট্রাম্পের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রধান অংশীদার বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রধান অংশীদার হিসাবে বিবেচনা করে বলে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। সে কারণেই ঢাকায় সফরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পদধা'রী বিগান।

বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান। বিগান বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখে এবং অবা'ধ ও উ'ন্মু'ক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে সেই অংশীদারিত্ব বাড়াতে চায়। এই অঞ্চলে আমাদের কাজের ক্ষেত্রে কেন্দ্রভূমি হবে বাংলাদেশ।

রোহিঙ্গা স'ঙ্ক'টের দীর্ঘমেয়াদী সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোতে জো'রালো ভূমিকা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে সব দেশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গু'রু'ত্বারো'প করতে চাই আমি। এটা কেবল বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়, বৈশ্বিক অগ্রা'ধিকার। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশের উচিত স'ঙ্ক'ট সমধানে মিয়ানমার যাতে উদ্যোগী হয়, সেজন্য সমানভাবে স্পষ্টভাষী হওয়া।

মিয়ানমার সরকার ও দেশটির সেনাবা'হি'নীর হাতে বিভিন্ন সময়ে নি'র্যা'তনের শি'কার হয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এ পর্যন্ত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। মানবিক কারণে বাংলাদেশ এসব রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক চা'পের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চু'ক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। 

গতবছর দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও রোহিঙ্গাদের ফেরানো যায়নি। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরানো নিয়ে টালবাহানা শুরু করেছে। সাংবাদিকদের এক প্রশ্নে বিগান বলেন, ''আমরা এটাকে রোহিঙ্গা স'ঙ্ক'টের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে দেখি না। বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা একমত যে, রোহিঙ্গাদের অধিকার পুনরু'দ্ধার ও ক্যাম্প থেকে তাদের ফিরে যাওয়ার ওপর ভিত্তি করে সমাধান খুঁ'জে বের করা প্রয়োজন।'' 

মোমেনের সঙ্গে আজকের (বৃহস্পতিবার) বৈঠক নিয়ে বিগান বলেন, এক্ষেত্রে কেবল তাদের (রোহিঙ্গা) জরুরি প্রয়োজন মেটানো নয়, পাশাপাশি বাংলাদেশের কাঁধ থেকে এ বোঝা নামানো জন্য, স্থায়ী সমাধানের জন্য বিরাজমান ইস্যুগুলোকে সমন্বয় করতে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, তা আলোচনায় ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে