শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১২:৩৬:০৯

'তাইওয়ান প্রণালীতে উ'স্কানি দেওয়া বন্ধ করুন' যুক্তরাষ্ট্রকে ক'ঠিন হুঁ'শিয়ারি চীনের

'তাইওয়ান প্রণালীতে উ'স্কানি দেওয়া বন্ধ করুন' যুক্তরাষ্ট্রকে ক'ঠিন হুঁ'শিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগত তাইওয়ান প্রণালীতে উস্কা'নিমূলক তৎ'পরতা ব'ন্ধ করার জন্য আমেরিকার প্রতি ক'ঠিন হুঁ'শিয়ারি উচ্চারণ করেছে চীন। বুধবার তাইওয়ান প্রণালীতে আমেরিকার একটি ডেস্ট্রয়ার প্রবেশ করার পর এই হুঁ'শিয়ারি দিল চীন।

বৃহস্পতিবারি চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডার ঝ্যাং চুনহুই এক বিবৃতিতে মার্কিন ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে প্রবেশের চরম নি'ন্দা জানান এবং আমেরিকার উস'কানিমূলক তৎ'পরতার কারণে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মা'রা'ত্মকভাবে ক্ষ'তিগ্র'স্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

ঝ্যাং বলেন, তাইওয়ান প্রণালীতে আমেরিকার ডেস্ট্রয়ার প্রবেশের পুরো ঘ'টনা চীনের মার্কিন সামরিক বা'হি'নী পর্যবেক্ষণ করেছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করা হয়। চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখ'ণ্ডতা রক্ষার জন্য সাম'রিক বা'হি'নী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বোচ্চ স'ত'র্কাবস্থায় রয়েছে। 

আমেরিকা তাইওয়ানের জনগণের কাছে বিভ্রা'ন্তিমূলক বার্তা পাঠাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মার্কিন নৌবা'হি'নী এক বিবৃতিতে বলেছে, বুধবার ইউএসএস ব্যারি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে মূলত নিয়মিত সফরের অংশ হিসেবে প্রবেশ করে। এ নিয়ে চলতি বছরে ১০ বার মার্কিন যু'দ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে