শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৩৪:৩০

আ'ত'ঙ্কিত সেনাদের ভ'য় দূর করতে মরিয়া চীন

আ'ত'ঙ্কিত সেনাদের ভ'য় দূর করতে মরিয়া চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে নানা কারণে এখন বেশ চা'পে রয়েছে চীন। তবুও চীনের অবস্থা এমন যে, 'ভাঙব কিন্তু ম'চকাবো না।' করোনা ভাইরাসের জে'রে সারা বিশ্ব থেকে প্র'ব'ল চা'প সত্ত্বেও একদিকে যেমন এলএসিতে ভারতের সঙ্গে উত্তে'জনাময় সম্পর্ক বজায় রাখছে। একইভাবে তাইওয়ানের সঙ্গেও ঘটেছে চীনের সম্পর্কের অ'বন'তি।

অন্যদিকে এমন অবস্থায় আমেরিকা তাইওয়ানকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তা নিয়ে আপত্তি তুলেছে চীন। আর এসবের মধ্যে নিজেদের ঘা'বড়ে যাওয়া সেনাদেরকে পুনরু'জ্জীবিত করতে মরিয়া চীন। প্রকৃতপক্ষে মাস দুয়েক আগে গ্যালভান উপত্যকায় ভারতীয় সেনাদের মু'খোমু'খি হয় চীনা বা'হি'নী। 

এ ঘ'টনায় নিজের শ'ক্তি বাড়াতে চীন ক্রমাগত ভারতের উত্তর সীমান্তে তার সেনাবা'হি'নী বাড়িয়ে চলছে ও সেনাবা'হি'নীর মনোবল গড়ে তোলার ম'রিয়া চেষ্টা করে চলেছে। শি জিনপিং চীনা সেনাদের উদ্দেশে বলেছেন, মাথা ও উদ্দিপনা যু'দ্ধের জন্য ব্যবহার করতে হবে। ১৩ অক্টোবর গুয়াংডং প্রদেশে তিনি সেনা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানেই এই ত'থ্য তিনি দিয়েছেন বলে খবর। 

সংবাদসংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকা'শ করেছে সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চাওঝাও শহরের মেরিন কর্পসেও পরিদর্শন করেন শি জিনপিং। সেখানে তিনি চীনা সেনাদের বলেন হাই অ্যালার্টে থাকতে। দেশের প্রতি একনিষ্ঠ ভরসার যোগ্য হয়ে প্রত্যেক চীনা সেনাকে ল'ড়তে হবে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে