শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ১২:৪৩:২৫

ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাত'ক আরব রাষ্ট্রগুলোকে ইতিহাস ক্ষমা করবে না : হামাস

ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাত'ক আরব রাষ্ট্রগুলোকে ইতিহাস ক্ষমা করবে না : হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাত'কতা করে ইসরাইলের সাথে চুক্তিকারী আরব রাষ্ট্রগুলোকে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি মুক্তি আন্দোলন-হামাসের নেতা ইসমাইল হানিয়া। সম্প্রতি ইসরাইলের সাথে আরব আমিরাত, বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির প্রতিক্রিয়া এমনটা বলেছেন তিনি।

মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকারে হামাস নেতা বলেন, ‘ইসরাইলের সাথে কোনো আরব দেশের চুক্তি শেষপর্যন্ত ওই দেশটিকেই হুমকিতে ফেলবে।’
তিনি বলেন, ‘তাদের চেয়েও আমরা ভালো করে চিনি ইসরাইলকে। আমরা জানি তারা কিভাবে চিন্তা করে।’

ইসমাইল হানিয়া বলেন, ‘আরব আমিরাতে আমাদের ভাইদের বলতে চাই, এই চুক্তির ফলে তারা পরাজিত হবে। কারণ ইরানের নিকটবর্তী এলাকায় সামরিক ও অর্থনৈতিকভাবে প্রভাব তৈরি করাই ইসরাইলের একমাত্র লক্ষ্য।’ তিনি বলেন, ‘তারা (ইসরাইল) দরজা হিসেবে আপনার দেশকে ব্যবহার করবে। ইসরাইলের লঞ্চপ্যাড হিসেবে আরব আমিরাত ব্যবহার হোক- সেটি আমরা চাই না।’

হামাস নেতা বলেন, ‘ইহুদিবাদী প্রজেক্ট হচ্ছে সম্প্রসারণবাদী প্রজেক্ট। তারা এর মাধ্যমে বৃহত্তর ইসরাইল গড়তে চায়। আমরা চাই না, আমিরাতি, বাহরাইনি বা সুদানিরা এই প্রজেক্ট বাস্তবায়নে ব্যবহার হোক।’ তিনি বলেন, ‘ইতিহাস ক্ষমা করবে না। মিডল ইস্ট আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে