শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৪৭:৫৫

পাকিস্তানের সেনাপ্রধানকে এক হাত নিলেন নওয়াজ শরীফ

পাকিস্তানের সেনাপ্রধানকে এক হাত নিলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : বিচার-বিভাগের উপর চাপ দিয়ে তার সরকার ফেলে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান বলে অ'ভিযো'গ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শুধু তাই নয়, ২০১৮ সালে নির্বাচনের পর ইমরানের খানের নেতৃত্বে সরকার গড়তেও সাহায্য করেছিলেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। এমনই চা'ঞ্চ'ল্যকর অ'ভিযো'গ করলেন নওয়াজ শরীফ।

আজ শনিবার পাকিস্তানের গুজরানওয়ালায় ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী প্রতিবা'দ কর্মসূচির শুরুতে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এভাবেই বাজওয়াকে এক হাত নিলেন নওয়াজ শরীফ। এসময় তিনি পাকিস্তানের আন্তঃবা'হি'নী গো'য়ে'ন্দা সংস্থার প্রধানকেও তার সরকারের বি'রু'দ্ধে ষ'ড়য'ন্ত্রে জড়িত থাকার অ'ভিযো'গ করেন।

সেনাপ্রধানের উদ্দেশে নওয়াজ শরীফ আরও বলেন, ''জেনারেল কামার জাভেদ বাজওয়া, আপনি আমাদের সরকারকে হ'টিয়েছেন এবং সেই পরিক'ল্পনা ভালোভাবে কাজ করেছে। দেশকে আপনার ইচ্ছার ওপর নির্ভরশীল করেছেন।'' তবে পাকিস্তানের সাম'রিক বা'হি'নী দেশটির রাজনৈতিক বিষয়ে হ'স্তক্ষে'পের বিষয়টি অ'স্বী'কার করেছে। এ বিষয়ে সামরিক বা'হি'নীর জনসংযোগ থেকে তাৎ'ক্ষ'ণিকভাবে কোনো প্রতি'ক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ইমরান খান তার বি'রু'দ্ধে করা নির্বাচনে সাম'রিক সহযোগিতার কথা অ'স্বী'কার করেছেন। গতকাল শুক্রবার তিনি বলেন, বিরো'ধী দলের (দেশটির প্রধান বিরো'ধী দল নওয়াজের পাকিস্তান মুসলিম লিগ) এই কর্মসূচিতে তিনি ভী'ত নন। তাদের নেতাদের বি'রু'দ্ধে থাকা দুর্নী'তির অ'ভিযো'গ উঠিয়ে নিতে এই প্র'তিবা'দ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূত্র : এনডিটিভি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে