রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৯:০৫

১১ বছর ধরে কারাবন্দি সেই নেতাই আজ দেশের প্রেসিডেন্ট

১১ বছর ধরে কারাবন্দি সেই নেতাই আজ দেশের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাদির জাপারভ। পূর্বসূরি সুরুনবায় জিনবেকভের প'দত্যা'গের একদিন পরই শুক্রবার তাকে প্রেসিডেন্ট হিসেবে নি'শ্চি'ত করে কিরগিজ পার্লামেন্ট।

শুক্রবার দেশটির সংসদ সদস্যরা বলেন, তিনি পরবর্তী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন। অ'পহ'রণের অভিযোগে গত সপ্তাহ পর্যন্ত ১১ বছর ধ'রে কা'রাব'ন্দি ছিলেন এই জাতীয়তাবা'দী রাজনীতিক।

বিত'র্কিত ও কার'চুপির পার্লামেন্ট নির্বাচনের বি'রু'দ্ধে কয়েক দিনের স'হিং'স বিক্ষো'ভের মুখে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান সুরুনবায়। মধ্য এশিয়ার এই দেশটিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বিত'র্কিত পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই অস্থি'তিশীলতা চলছিল।

ফল ঘোষণার পর ভোটে জালি'য়াতি হয়েছে অ'ভিযো'গ তুলে বিরো'ধী বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা রাজধানী বিশকেকের প্রধান প্রধান সব সড়ক ও সরকারি ভবনগুলো দ'খলে নেয়। তারা নতুন নির্বাচন দেয়ার পাশাপাশি রুশপন্থী প্রেসিডেন্ট জিনবেকভের প'দত্যা'গও দাবি করে। সূত্র : গার্ডিয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে