রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ০৮:৫৩:৫৭

বাইরের দেশ থেকে অ'স্ত্র কেনার দরকার নেই, প্রতির'ক্ষায় স্বাবলম্বী ইরান!

বাইরের দেশ থেকে অ'স্ত্র কেনার দরকার নেই, প্রতির'ক্ষায় স্বাবলম্বী ইরান!

আন্তর্জাতিক ডেস্ক : ইরান দাবি করেছে প্রতির'ক্ষায় স্বাবলম্বী, তাদের বাইরের অন্য কোনও দেশ থেকে অ'স্ত্র কেনার দরকার নেই। দেশটির ওপর জাতিসংঘ আরো'পিত অ'স্ত্র নিষে'ধা'জ্ঞার মেয়াদ শেষ হতে না হতেই রোববার এমন দাবি করেছে তেহরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,'' ইরানের প্রতির'ক্ষা মতাদর্শ দেশটির জনগণ ও দেশীয় সক্ষ'মতার ওপর নির্ভর করে গড়ে উঠেছে….অপ্র'চলিত অ'স্ত্র, গণবি'ধ্বং'সী অস্ত্র ও প্রচলিত অ'স্ত্র কেনার তাগিদ ইরানি প্রতির'ক্ষা মতাদর্শে নেই।

২০০৭ সালে জাতিসংঘের নিরা'পত্তা পরিষদ ইরানের ওপর অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা দেয়। এই নিষে'ধা'জ্ঞা রোববার শেষ হওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চু'ক্তির আওতায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব'ন্ধের বিনিময়ে অর্থনৈতিক নিষে'ধা'জ্ঞা শিথিলের এ আশ্বাস দিয়েছিল শ'ক্তিধ'র ছয়টি দেশ রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

২০১৮ সালে যুক্তরাষ্ট্র পরমাণু চু'ক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়। এরপর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তে'জনা বাড়তে থাকে। জাতিসংঘের এ নিষে'ধা'জ্ঞার মেয়াদ বাড়াতে তৎ'পরতা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে বিরো'ধিতা উপেক্ষা করেই নিষে'ধা'জ্ঞার মেয়াদ আর বাড়ানো হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটে বলেন, আজ বিশ্বের সঙ্গে ইরানের প্রতির'ক্ষা সহযোগিতা স্বাভাবিক হয়েছে, তা আমাদের এ অঞ্চলের বহুপাক্ষিকতা, শান্তি ও নিরা'পত্তার জন্য একটি বিজয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে