রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১০:১৩:০০

আফগানিস্তানে পুলিশ হেডকোয়ার্টারের সামনে ভ'য়াব'হ বি'স্ফো'রণ; নিহ'ত ১৬, আহ'ত শতাধিক

আফগানিস্তানে পুলিশ হেডকোয়ার্টারের সামনে ভ'য়াব'হ বি'স্ফো'রণ; নিহ'ত ১৬, আহ'ত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভ'য়াব'হ বি'স্ফো'রণে কেঁ'পে উঠল আফগানিস্তান। এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহ'ত হয়েছে অন্তত শতাধিক মানুষ। রবিবার এই ভ'য়াব'হ বিস্ফোরণ হয় আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজ কোহায় পুলিশ সদর দফতরের সামনে।

আহ'তদের মধ্যে অনেকের অবস্থা আশ'ঙ্কাজন। এখনও চলছে উ'দ্ধারকাজ। তাই হ'তাহ'তের সংখ্যা এখনও পুরোপুরিভাবে প্রকাশ করা হয়নি। এদিন সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ এই ভ'য়াব'হ বি'স্ফো'রণ ঘ'টে। জানা গেছে, যে এলাকায় একাধিক সরকারি অফিস ও আফগান পুলিশের দফতর রয়েছে, সেখানেই বি'স্ফো'রক বোঝাই বাসটিতে বিস্ফোরণ ঘটা'নো হয়। প্রাথমিকভাবে বি'স্ফো'রণের চেহারা দেখে আ'ত্মঘা'তী বি'স্ফো'রণ বলে মনে করা হচ্ছে। বি'স্ফো'রণের পরই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই আ'ত'ঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা।
 
গোটা এলাকা ঘিরে ফেলেছে নি'রাপ'ত্তার'ক্ষীরা। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বি'স্ফো'রণের দায় স্বী'কার করেনি। আফগানিস্তানে বি'স্ফো'রণ অবশ্য কোনও নতুন ঘ'টনা নয়। গত জুলাই মাসে র'ক্তা'ক্ত হয় কাবুল। কান্দাহারে পুলিশ হেডকোয়ার্টারে তালিবানি হা'মলায় নিহ'ত হন ১২ জন। আহ'তের সংখ্যা ছাড়িয়ে যায় ৮০। এর কিছুদিন আগেই, গত ১২ জুলাই আফগানিস্তানে আ'ত্মঘা'তী বো'মা বি'স্ফো'রণে প্রাণ যায় ৫ জনে। সূত্র : আল-জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে