সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ০৭:১৫:২০

৪.৯ শতাংশ জিডিপির বৃদ্ধি, ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চীন!

৪.৯ শতাংশ জিডিপির বৃদ্ধি, ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বে করোনা ছড়িয়েছে চীন থেকেই। করোনা এবং লকডাউনে গোটা বিশ্বের অর্থনীতি ধং'সের পথে। খুব কম দেশই করোনার মা'র থেকে রক্ষা পেয়েছে। অথচ, যারা প্রথম করোনা ছড়াল, সেই চীনের অর্থনীতিতে এর তেমন প্রভা'বই পড়ল না। 

সর্বশেষ ত্রৈমাসিকে ভারতের জিডিপি যেখানে ২৩.৯ শতাংশ স'ঙ্কু'চিত হওয়ার ই'ঙ্গি'ত মিলেছিল, সেখানে চীনের অর্থনীতি প্রায় করোনার আগের অবস্থায় ফিরে গিয়েছে। পরিসংখ্যান বলছে, শেষ ত্রৈমাসিকে চীনের জিডিপি বৃদ্ধি পেয়েছে ৪.৯ শতাংশ। অর্থাৎ প্রায় করোনার পূর্ববর্তী অবস্থা। লকডাউনের কয়েকমাসেও অবশ্য চীনের জিডিপি কখনও ঋণা'ত্মক হয়নি।

তবে, এবারের এই বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এর ফলে ভারত এবং চীনের ফা'রা'ক বিরাট বড় হয়ে গেল। যা অদূর ভবিষ্যতে সামলে নেওয়া কঠিন হবে। কারণ, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি প্রায় ৯.৫ শতাংশ স'ঙ্কু'চিত হতে পারে। খোদ রিজার্ভ ব্যাংক তেমনটাই আ'শ'ঙ্কা করছে। অর্থনীতিবিদরা বলছেন, সার্বিক বৃদ্ধির এই বিস্তর ফা'রা'ক চীনকে ভারতের ধ'রাছোঁয়ার বাইরে নিয়ে চলে যেতে পারে।

ভারতের অর্থ মন্ত্রনালয়ের প্রাক্তন প্রধান উপদেষ্টা ডঃ কৌশিক বসু বলছেন, ''মাত্র কয়েক বছর আগেও কেউ ভাবতে পারত না, ভারতের অর্থনীতি আজ এই তলানিতে এসে থামবে। এর দায় কিছুটা করোনার। হ্যাঁ ওই কিছুটাই। এশিয়ার দেশগুলির জিডিপি বৃদ্ধির টেবিল দেখলেই বোঝা যাবে, ভারত সরকার ভু'ল করেছে। আমরা তথ্য অ'স্বী'কার করেছি, লু'কিয়েছি। ভু'ল হয়েছে স্বী'কার করে নিয়ে সরকারের উচিত উপযু'ক্ত পদক্ষেপ করা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে