সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ০৯:১৩:০৬

সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে ভারতের গণতন্ত্র: সোনিয়া গান্ধী

সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে ভারতের গণতন্ত্র: সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : 'ভারতের গণতন্ত্র সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে।' মোদী সরকারকে তো'প দে'গে মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সাংগঠনিক র'দব'দলের পর এআইসিসি'র সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠকে মোদী সরকারের বি'রু'দ্ধে বি'ষদ'গার করেন সোনিয়া।

তার কথায়, 'তিনটি কালা আইনের মাধ্যমে মোদী সরকার ভারতের কৃষি নির্ভর অর্থনীতির মূলে আ'ঘা'ত হা'নছে।' নতুন কৃষি আইনের বি'রু'দ্ধে সংসদের ভিতর ও বাইরে আগেই প্র'তিবা'দ করেছে কংগ্রেস। রবিবার দলের নেতাদের কাছে সোনিয়া গান্ধী বলেছেন, ''সবুজ বি'প্লবের ফলে ভারতে ফসল উৎপাদনের যে সাফল্য তা ষ'ড়য'ন্ত্র করে কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে ছোটো চাষী, ভাগচাষী, শ্রমিক ও ছোটো ব্যবসায়ীদের জীবন ও জীবিকা অ'স্তি'ত্ব সং'ক'টে। এই ষ'ড়য'ন্ত্রকে পরা'স্ত করতে জো'টব'দ্ধ হওয়া আমাদের একান্ত কর্তব্য।''

সোনিয়া গান্ধী বলেছেন, দলিতদের বি'রু'দ্ধে অ'ত্যা'চার বাড়ছে। দো'ষীদের শা'স্তি না দিয়ে বিজেপি অ'পরা'ধীদের আশ্রয় দিচ্ছে বলে অ'ভিযো'গ করেন কংগ্রেস সভানেত্রী। মোদী সরকারের করোনা মো'কাবিলা নিয়েও এ দিন সু'র চড়িয়েছেন সোনিয়া। তার দাবি, 'নিছক অযোগ্যতা' এবং 'অব্যবস্থাপনা'র ফলে দেশকে 'অতল গহনে'র দিকে ঠেলে দেওয়া হয়েছিল। 

তার অভিযোগ যে সঠিক পরিক'ল্পনার অভাবে লকডাউনের মধ্যে পরিযায়ীদের অত ক'ষ্ট করতে হয়েছে। কেন্দ্রীয় সরকার ভারতের অর্থনীতিকে ''নিরবি'চ্ছি'ন্নভাবে ধ্বং'সের'' দিকে এগিয়ে নিয়ে চলেছে বলে অ'ভিযো'গ কংগ্রেস সভানেত্রীর। তার দাবি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মোদী সরকার যথাযত সম্মান প্রদর্শন করছে না। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে