মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ১২:১৫:৫৯

আজারবাইজানের সঙ্গে যু'দ্ধে ৭২৯ আর্মেনীয় যো'দ্ধা নিহ'ত

আজারবাইজানের সঙ্গে যু'দ্ধে ৭২৯ আর্মেনীয় যো'দ্ধা নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার তু'মু'ল ল'ড়া'ই চলছে। সোমবার অস্বীকৃত নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে আজেরি সেনাবা'হি'নীর সঙ্গে যু'দ্ধে তাদের আরও ১৯ সেনা হ'তাহ'ত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ''এনিয়ে গত মাস থেকে নতুন করে চলা সং'ঘা'তে তাদের ৭২৮ যো'দ্ধা নিহ'ত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর থেকে বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যু'দ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যু'দ্ধবিরতিতে সম্মত হয়। এ যু'দ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যু'দ্ধব'ন্দিসহ অন্যান্য ব'ন্দি বিনিময় ও মৃ'তদেহ হস্তা'ন্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। ১১ অক্টোবর থেকে যু'দ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যু'দ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যু'দ্ধবিরতি ল'ঙ্ঘনের জন্য অ'ভিযু'ক্ত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে