মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ১১:২৭:৫৮

মা'রধ'র করে সু চি’র ৩ প্রার্থীকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

 মা'রধ'র করে সু চি’র ৩ প্রার্থীকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে চলছে নির্বাচনী প্রস্তুতি। আসছে ৮ নভেম্বরে অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। এই দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন স্টেটের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি অং সান সু চির দলের তিন প্রার্থীকে অপহরণ করেছে। এরই মধ্যে অপহরণের দায়ও স্বীকার করেছে আরাকান আর্মি। অপহৃতদের ছাড়তে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন বিদ্রোহীরা। খবর আল-জাজিরার।

নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এলডি দলের মিন অং, নি নি মে মিন্ট ও চিত চিত চা তাদের প্রচারণা চালাতে গেলে অপহ'রণের শি'কার হন।
অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে ল'ড়াই করতে থাকা আরাকান আর্মি সোমবার বিবৃতিতে জানিয়েছে, প্রার্থীদের বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তদ'ন্ত চলবে।
একই সঙ্গে বলা হয়েছে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিলে তিন প্রার্থীদের বিষয়ে তারাও বিবেচনা করবে।

রাখাইন রাজ্যে গত বছর থেকে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লড়াই চলছে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে। আরাকান যো'দ্ধারা জাতিগতভাবে রাখাইন এবং প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সংঘা'তে চলতি বছরের শুরুর দিক থেকে প্রায় ২০ হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এলডির সমর্থকেরা জানিয়েছেন, গত সপ্তাহে আরকান আর্মির সদস্যরা তাদের মা'রধ'র করে ওই তিন প্রার্থীকে তুলে নিয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে