মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ১২:৩৮:৩৪

আগামী ফেব্রুয়ারিতে ভারতের ৫০ শতাংশ জনসংখ্যা করোনায় আক্রা'ন্ত হবেন!

আগামী ফেব্রুয়ারিতে ভারতের ৫০ শতাংশ জনসংখ্যা করোনায় আক্রা'ন্ত হবেন!

আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের জনসংখ্যার ৫০ শতাংশই করোনা আক্রা'ন্ত হবেন। এমনটাই মত করোনা বিষয়ক সরকারি প্যানেলের। প্যানেল সদস্য তথা কানপুর আইআইটির অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন অঙ্কের হিসেবে এখনও পর্যন্ত দেশের তিরিশ শতাংশ নাগরিক করোনা আক্রা'ন্ত, যা ফেব্রুয়ারিতে পঞ্চাশ শতাংশে পৌঁছবে। 

প্যানেলের মতে, বর্তমান করোনা ভাইরাস যে গতিতে ছড়াচ্ছে তা সরকারের সেরোলজিক্যাল সার্ভের  হিসেবের থেকে বেশি দ্রুত। সেরোলজিক্যাল সার্ভের মতে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৪ শতাংশ করোনা আক্রা'ন্ত। পাশাপাশি পুজোর পরে এবং শীতে  সং'ক্রমণ গ্রাফ ঊর্ধ্বমূখী হতে পারে বলেই আশ'ঙ্কা বিশেষ'জ্ঞদের। তবে একই সঙ্গে প্যানেলের মত সঠিক ভাবে বিধিনিষেধ মেনে চললে আগামী বছরেই নিয়ন্ত্রণে আসবে করোনা।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে