মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ০৫:১২:৫৬

৬ হাজার মানুষ হ'ত্যা, ফেঁসে যাচ্ছেন প্রেসিডেন্ট দুতার্তে

৬ হাজার মানুষ হ'ত্যা, ফেঁসে যাচ্ছেন প্রেসিডেন্ট দুতার্তে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সজুড়ে চলমান মা'দকবিরো'ধী অ'ভিযা'নে বহু মানুষ হ'তাহ'তের ঘ'টনার দা'য়ভার নিজের ওপর পড়তে পারে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সোমবার রাজধানী ম্যানিলায় এক বৈঠকে বলেন, মা'দক এবং স'ন্ত্রা'সী কর্মকা'ণ্ড ঠে'কাতে নিরা'পত্তা বা'হি'নীর অ'ভিযা'নে হ'তাহ'তের ঘ'টনায় মানবতাবিরো'ধী অ'পরা'ধের মুখো'মুখি হতে পারেন। 

এমনকি কারাগারে জেলে যেতে হতে পারে তাকে। তবে এর জন্য প্রস্তুত আছেন বলেন প্রেসিডেন্ট দুতার্তে। ২০১৬ সাল থেকে দেশব্যাপী র'ক্তক্ষ'য়ী মা'দকবিরো'ধী অভি'যান চালিয়ে আসছে দুতার্তে সরকার। আইনশৃঙ্খলা বা'হি'নীর চলমান অ'ভিযা'নে এ পর্যন্ত মা'দকচ'ক্রের ৬ হাজার মানুষ নিহ'ত হয়েছেন বলে জানায় দেশটির পুলিশ। তবে মানবা'ধিকার সংস্থার তথ্যমতে, হ'তাহ'তের সংখ্যা অনেক বেশি।

দুতার্তে বলেন, ''মা'দক যু'দ্ধে''  মৃত্যুর জন্য আপনি আমাকে দায়বদ্ধ করতে পারেন। অ'ভিযানে আপনি যদি নিহ'ত হন বলব, তাহলে মা'দকের মতো জ'ঘ'ন্য অ'পরা'ধে জড়িয়ে ছিলেন। এটাকে যদি আপনারা অ'পরা'ধ বলুন তবে আমাকে কারাগারে পাঠানো জন্য আদালতে নেন। এতে আমার কোনো আ'প'ত্তি নেই। দেশের সেবা করতে গিয়ে যদি আমাকে কারাগারে যেতে হয়, আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। মা'দক পুরো জাতি এবং জাতীয় নিরা'পত্তার জন্য হু'মকি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে