বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১২:১৯:৪৮

ইসলাম-মুসলমানদের আ'ক্রমণ করা ম্যাঁক্রোর নীতি: এরদোগান

ইসলাম-মুসলমানদের আ'ক্রমণ করা ম্যাঁক্রোর নীতি: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম-মুসমানদের আ'ক্র'মণ করা ম্যাঁক্রোর নীতি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার তুর্কির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যু'ক্ত হয়ে তিনি এ কথা বলেন। এরদোগান বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো ইসলাম ও মুসলামানদের আ'ক্র'মণ করছে।

মুসলিম বিশ্বকে স'ত'র্ক করে এরদোগান বলেন, ''বিশ্বজুড়ে মুসলমানরা তাদের সম্প্রদায়কে বর্ণবাদ ও স'ন্ত্রা'সবাদের মতো বি'পদের হাত থেকে র'ক্ষা করতে হবে;এটি মুসলমানদেরকে ভেতর থেকে পরাস্ত করার হু'ম'কি ঝুঁকি আনছে। বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদা'য়িকতা ও বিশেষত স'ন্ত্রা'সের মতো অশান্তি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামি বিশ্বকে ভেতর থেকে প'তনের দিকে নিয়ে যেতে পারে। 

বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক হাজার মুসলমান স'ন্ত্রা'স অথবা সহিং'সতার শি'কার হয়। অজ্ঞতা ও অভ্যন্তরীণ দ্ব'ন্দ্বের কারণে মুসলমানরা স'ন্ত্রা'স, ক্ষু'ধা এবং বৈ'ষ'ম্যের মতো এমন অনেক জটিল সম'স্যার মু'খোমু'খি হচ্ছে' যোগ করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের ইসলাম ফোবিয়া নীতির সমালোচনা করেন। সবশেষ উদাহরণ হিসেবে তিনি ফ্রান্স, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কথা তুলে ধরেন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে