পাঠানকোটের সেনা ছাউনিতে আবার গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক : ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পাঠানকোটের বিমান বাহিনীর ছাউনি। রোববার সকালে তল্লাশি অভিযানের সময় সেনা ছাউনিতে আইইডি (Improvised Explosive Device) বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হন তিন এনএসজি কমান্ডো। নতুন করে গুলির শব্দও শোনা গেছে সেনা ছাউনির ভেতর থেকে।
রোববার এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আরো একজন জঙ্গি ছাউনির ভেতর লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবারই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। ষষ্ঠজনের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। গোটা এলাকায় জারি রয়েছে কড়া সতর্কতা।
এদিকে জঙ্গি হামলায় মৃত সেনার সংখ্যা বেড়ে হলো সাত। রোববার সকালে হাসপাতালে মৃত্যু হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমারের। শনিবার এক জঙ্গির মৃতদেহ বের করে আনার সময় আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন তিনি।
এরই মধ্যে পঞ্জাবের পাঠানকোট পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আট সদস্যের একটি দল। গোটা এলাকা ঘুরে দেখেন তারা। সেনা ছাউনি ও তার আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, এনএসজি, বিমান সেনা, আধাসেনাও পঞ্জাব পুলিশ।
কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে পাকিস্তানের জৈশ-ই-মোহাম্মদ রয়েছে বলে মনে করা হচ্ছে। কান্দাহার বিমান অপহরণ ঘটনার নেপথ্য নায়ক মৌলানা মাসুদ আজহার এই জৈশ-ই-মোহাম্মদের মূল মাথা।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�