বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ০৬:২৭:০৪

রুটিন হা'মলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

রুটিন হা'মলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অব'রু'দ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবা'দী ইসরাইল বিমান এবং হেলিকপ্টার দিয়ে হা'মলা চালিয়েছে। হা'মলায় গাজার বেশকিছু কৃষি খামার ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, গতকাল শেষ বেলায় ইসরাইলি বা'হি'নী গাজার দেইর আল-বালা এলাকার কৃষি খামারে বিমান হা'মলা চালায়।

ইসরাইলের ইংরেজি দৈনিক পত্রিকা টাইমস অব ইসরাইল এবং জেরুজালেম পোস্ট দাবি করেছে, গাজা উপত্যকার দক্ষিণে ইসরাইলি সেনারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরো'ধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গো'লাব'র্ষণ করেছে। গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরাইল তার জবাব দিয়েছে। প্রায়ই ইহুদিবা'দী ইসরাইল অব'রু'দ্ধ গাজা উপত্যকায় বিমান হা'মলা চালিয়ে থাকে।

এদিকে, গতকাল শেষ বেলায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে বিমান হা'মলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষে'পণা'স্ত্র একটি স্কুল ভবনে আ'ঘা'ত হানে।মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও হা'মলার কথা নিশ্চিত করেছে। তবে কোন পক্ষ থেকেই হা'মলায় ক্ষ'য়ক্ষ'তির কথা পরিষ্কার করে জানানো হয় নি। সূত্র : পার্সটুডে 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে