বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ০৯:০৮:১২

আফগানিস্তানের পাকিস্তান দূতাবাসে ভিসার জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

আফগানিস্তানের পাকিস্তান দূতাবাসে ভিসার জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পাকিস্তান দূতাবাসের সামনে ভিসা নিতে আসা মানুষদের মধ্যে ধা'ক্কাধা'ক্কি হওয়ার ফলে পদ'পিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। মৃ'তদের মধ্যে ১১ জন মহিলাও রয়েছেন। পাশাপাশি এই ঘ'টনার ফলে বয়স্ক মানুষরাসহ জ'খ'ম হয়েছেন আরও প্রায় ৫০ জন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মর্মা'ন্তিক এই দু'র্ঘ'টনাটি ঘটেছে দেশটির জালালাবাদ শহরে। আফগানিস্তানের সরকারের তরফে এবিষয়ে শো'কপ্রকা'শ করা হলেও পাকিস্তানের দূতাবাস থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মঙ্গলবার জালালাবাদ শহরে অবস্থিত পাকিস্তান দূতাবাসে ভিসা নেওয়ার জন্য ৩ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। পাকিস্তান দূতাবাসের কর্মীরা সঠিক পদ্ধতি মেনে কাজ না করার ফলে লাইনে দাঁড়ানো আফগান নাগরিকরা উ'দ্বি'গ্ন হয়ে পড়েন। 

পরে বিষয়টি নিয়ে বিশৃ'ঙ্খ'লা হওয়ার জেরে হু'ড়োহু'ড়ি শুরু হয়। এর ফলে পদপি'ষ্ট হয়ে ১১ জন মহিলা-সহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। জ'খ'ম হয়েছে প্রবীণ নাগরিকরাসহ বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গু'রু'তর বলে জানা গিয়েছে।

এপ্রসঙ্গে বুধবার পূর্ব জালালাবাদ শহরের জনপ্রতিনিধি শোহরাব কাদেরি জানান, মঙ্গলবার পাকিস্তানে যেতে ইচ্ছুক আফগান নাগরিকদের জন্য ওই দূতাবাস থেকে ভিসা ইস্যু করা হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই পাকিস্তান দূতাবাসের সামনে ভিড় করেন ৩ হাজারের বেশি মানুষ। টোকেন সংগ্রহের লাইন ঠিকঠাক মেনে না চলা নিয়ে প্রথমে গ'ন্ডগোলের সূত্রপাত হয়। সবার আগে টোকেন নেওয়ার জন্য একে অপরের সঙ্গে ধ'স্তাধ'স্তিতে জড়িয়ে পড়েন সেখানে থাকা মানুষজন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে