প্রিজন ভ্যানে মারামারি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক : আদালত থেকে ফেরার পথে প্রিজন ভ্যানের মধ্যে বন্দিদের দু'টি দলের মারামারিতে মারা গেছেন একজন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এদিন বিকেলে সাকেত কোর্ট থেকে তিহার জেলে ফিরিয়ে আনা হচ্ছিল বিচারাধীন ওই বন্দিদের।
জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাকেত কোর্ট থেকে ফেরার পথে দক্ষিণ দিল্লির হৌজ খাস এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বিচারাধীন বন্দির নাম মনোজ। কী কারণে বন্দিদের এ সংঘর্ষ তা যদিও জানা যায়নি। পুলিশও মুখে কুলুপ এঁটেছে।
গত বছর অাগস্টেও একই রকম একটি ঘটনা ঘটেছিল। দিল্লির এক গ্যাংস্টারসহ তিহার জেলের সাত বন্দি মিলে পিটিয়ে হত্যা করে অন্য দুই বন্দিকে। সেবারও জেল থেকে ফেরার পথেই এমন ঘটনা ঘটে। রোহিনী আদালত থেকে ফিরছিল ওই বিচারাধীন বন্দিরা।
বন্দিদের আনা-নেয়ার দায়িত্ব দিল্লি সশস্ত্র পুলিশের থার্ড ব্যাটালিয়নের। চার মাসের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটনায় এ ব্যাটালিয়নের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�