শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৬:৩২

ঝড়ের বেগে হলুদ ধুলো ছড়াচ্ছে চীন, আ'তঙ্কে উত্তর কোরিয়া!

ঝড়ের বেগে হলুদ ধুলো ছড়াচ্ছে চীন, আ'তঙ্কে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে হলুদ ধুলো ছড়ানো হচ্ছে। এই হলুদ ধুলোর পরিমাণ এত বেশি যে তা ঝড়ের আকার নিয়েছে। এমনই আত'ঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়ায়। উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে জনগণকে স'ত'র্ক করা হয়েছে। বলা হয়েছে এই হলুদ ধুলোর ঝড় করোনা সং'ক্র'মণ আরও বাড়িয়ে দিতে পারে।

করোনা যাতে নতুন করে না ছড়িয়ে পড়ে সেই কারণে বাড়ির বাইরে বেরোতে নিষে'ধ করা হয়েছে বাসিন্দাদের। বিবিসি সূত্রে খবর, আপাতত প্রায় জনমানবহী'ন পিয়ংইয়নের রাস্তা ঘাট। উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস হা'মলা চালাতে পারেনি, এমনই দাবি উত্তর কোরিয়া প্রশাসনের। তবে কিম জং উন প্রশাসন সাধারণ মানুষকে সত'র্ক করেছেন হলুদ ধুলোর ঝড়ে ব্যাপারে। 

বাতাসে হলুদ ধুলো মিশিয়ে চীন উত্তর কোরিয়ায় করোনা ছড়াতে চাইছে বলে অ'ভিযো'গ কিম সরকারের। এনকে নিউজ জানাচ্ছে কিমের নির্দে'শ মেনে না চললে ক'ড়া শা'স্তির ঘোষণাও করা হয়েছে। প্রশানসের দাবি মঙ্গোলিয়া ও চীন থেকে হলুদ ধুলো উড়ে উত্তর কোরিয়াতে ঢু'কছে। প্রতিবছরই এই সময়ে হলুদ ধুলো প্রচুর পরিমাণে বাতাসে ওড়ে। এবার তাতে করোনা ভাইরাস মিশে রয়েছে বলে অভিযোগ। তবে বিজ্ঞানীরা এখনও এই দাবির স্বপক্ষে কোনও যু'ক্তি দেননি।

কিম সরকার জানিয়েছে, যদি একান্ত প্রয়োজনে মানুষকে রাস্তায় বেরোতেই হয়, তবে মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা উত্তর কোরিয়ায় নেই দাবি করলেও এই দেশ জানুয়ারি মাস থেকেই নিজেদের সীমান্ত অন্য দেশের জন্য বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার নর্থ কোরিয়ান টেলিভিশনের আবহাওয়ার পূর্বাভাসে হলুদ ঝড়ের ই'ঙ্গিত দেওয়া হয়। তারপরেই গোটা দেশে সত'র্কতা ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। সাধারণ মানুষকে বাড়িতে থাকতে বলা হয়। বিদেশি নাগরিকদেরও সত'র্ক করা হয়েছে।

উত্তর কোরিয়ার ধা'রণা এই হলুদ ঝড় থেকে করোনা ব্যা'পক হারে ছড়িয়ে পড়বে। এই মর্মে সত'র্কতা জা'রি করা হয় বিভিন্ন দূতাবাসেও। রাশিয়ার দূতাবাস থেকে জানানো হয় তারা উত্তর কোরিয়া প্রশা'সনের সঙ্গে সব রকম সহযোগিতা করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে