আন্তর্জাতিক ডেস্ক : নিরুপায় হয়েই শেষ পর্যন্ত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন দলীয় সংসদ সদস্য শশী থারুর। এতে তিনি অভিযোগ করেছেন, নিজেকে দলের জন্য ‘নিবেদিত প্রাণ’ হলেও, তা স্বীকৃতি পায় না৷
চিঠিতে শশী থারুর বলেন, দলের কিছু মানুষ ২১ জুলাইয়ের দলীয় বৈঠকে তাঁর বক্তব্য সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছন। এর মধ্য দিয়ে তারা দেখানোর চেষ্টা করছে, দলের মধ্যে তিনি ‘বিচ্ছিন্ন’।
সংসদ অচল করার যে কৌশল কংগ্রেস নিয়েছে, ওই বৈঠতে তার সমালোচনা করেছিলেন থারুর৷ সেই খবর ফাঁস হওয়ায় পরই সভানেত্রীর কাছে ভর্ৎসিত হন তিনি৷
এদিন সোনিয়াকে লেখা চিঠিতে থারুর বলেন, তিনি নিজে সংবাদমাধ্যমকে কোনও কথাই বলেননি৷ কেউ তা ফাঁস করেছে৷