বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ০৫:৫৪:৫৬

যু'দ্ধবিরতি ল'ঙ্ঘন করে তু'মুল যু'দ্ধ, কারাবাখে ১১১৯ আর্মেনীয় যো'দ্ধা নিহ'ত

যু'দ্ধবিরতি ল'ঙ্ঘন করে তু'মুল যু'দ্ধ, কারাবাখে ১১১৯ আর্মেনীয় যো'দ্ধা নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার তৃতীয় বারের মতো যু'দ্ধবিরতি ল'ঙ্ঘন করে তুমুল যু'দ্ধ চলছে। এ নিয়ে গত মাস থেকে শুরু হওয়া সং'ঘা'তে নাগোরনো-কারাবাখ অঞ্চলের মোট ১১১৯ যো'দ্ধা নিহ'ত হয়েছে।  এ খরব জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।  

বৃহস্পতিবার অস্বীকৃত নাগোরনো-কারাবাখের প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজেরিদের সঙ্গে সংঘাতে তাদের আরও ৫১ যো'দ্ধা নিহ'ত হয়েছে। এ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে যু'দ্ধে ১১১৯ যো'দ্ধা নিহ'ত হয়। আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানি অঞ্চল বলে স্বীকৃত। ৯০ দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সং'ঘা'তে ৩০ হাজারের বেশি মানুষ নিহ'ত হয়।

এক মাসের বেশি সময় ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যু'দ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যু'দ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়। কিন্তু অভিযোগ, যু'দ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা ল'ঙ্ঘ'ন করেছে দুইটি দেশ।  

এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাতেও সমাধান হয়নি। এর পর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতিনিধিরা।  

দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যু'দ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা, আজারবাইজান ও আর্মেনিয়া যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয় মানবিক কারণে সোমবার সকাল ৮টা থেকে যু'দ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। কিন্তু সোমবার সকাল হতেই দুই দেশ পাল্টাপাল্টি অভিযোগ করে যু'দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে