বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ০৯:০৫:১২

ফ্রান্সে দুই হা'মলার পর এবার সৌদিতে ফরাসি কনস্যুলেটে হা'মলা

ফ্রান্সে দুই হা'মলার পর এবার সৌদিতে ফরাসি কনস্যুলেটে হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে একই দিনে পৃথক হা'মলায় তিনজন নিহ'ত হয়েছেন। পাশাপাশি এক হা'মলাকারী পুলিশের গুলিতে নিহ'ত হয়েছেন। বৃহস্পতিবার একই দিনে সৌদি আরবের জেদ্দায় ফরাসি কনস্যুলেটে হা'মলার ঘ'টনা ঘ'টেছে। এতে ওই কনস্যুলেটটির নিরা'পত্তাকর্মী আহ'ত হয়েছেন। 

তবে হা'মলাকারীকে পুলিশ আ'টক করতে পেরেছেন বলে রিয়াদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও ফরাসি দূতাবাস জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ফ্রান্সের নিস শহরে গির্জায় হা'মলার তিনজন নিহ'ত হয়েছেন। এরমধ্যে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় আভিনিওঁ শহরের একটি এলাকায় পুলিশের গুলিতে এক ব'ন্দু'কধা'রী নিহ'ত হয়েছে। ওই ব্যক্তি 'আল্লাহু আকবর' বলে ব'ন্দু'ক নিয়ে পথচারী এবং পুলিশের ওপর চ'ড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল।

ফ্রান্সের নিস শহরের মেয়র খ্রিশ্চ এস্থুজি গির্জায় ছু'রি হা'মলার ঘ'টনাটিকে 'স'ন্ত্রা'সী' হা'মলা বলে বর্ণনা করেছেন। মেয়র জানান, হা'মলাকারী 'আল্লাহু আকবর' বলে চিৎকার করছিল। তাকে আ'টক করার পরও সে 'আল্লাহু আকবর' বলে চিৎকার করে যাচ্ছিল। গির্জার ভেতরে নিহতদের মধ্যে একজনকে গির্জারটির ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে।

সাংবাদিকদের মেয়র এস্থুজি বলেন, ''আ'টক করার সময় স'ন্দে'হভাজন ছু'রি হা'মলাকারীকে গু'লি করে পুলিশ, সে বেঁচে আছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে ফরাসি দূতাবাস জানিয়েছে, জেদ্দা কনস্যুলেটে ছু'রি হাতে এক প্রহরীকে হা'মলা করা হয়। ওই প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আ'শ'ঙ্কাজনক নয়।

এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ''ফরাসি দূতাবাস এই হা'মলার তী'ব্র প্রতিবা'দ জানাচ্ছে। কোনো কূ'টনৈ'তিক স্থাপনায় কোনো ধ'রনের হা'মলার ন্যায্যতা নেই। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদ'র্শনের জে'রে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামে একজন ইতিহাস শিক্ষককে গলা কে'টে হ'ত্যা করে। এর পর থেকেই উত্ত'প্ত হতে থাকে ফ্রান্স। এ ঘ'টনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকা'শ অব্যাহ'ত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

তার এ ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসপ তাইয়্যিপ এরদোগান। তুরস্ক, পাকিস্তান ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নি'ন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে আপ'ত্তিজনক ব্যা'ঙ্গচিত্র প্রকা'শ কিংবা স'ন্ত্রা'সের সঙ্গে ইসলামকে জড়ানোর যেকোনো উদ্যোগের নি'ন্দা জানাচ্ছে রিয়াদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে