বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ০৯:১৮:০৮

দেশের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী

দেশের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে চলছে তু'মুল ল'ড়াই। এর মধ্যেই এক নারী হয়ে উঠেছেন এক পক্ষের আশার প্রদীপ। প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেই রওনা দিয়েছেন যু'দ্ধের ময়দানে। বাস্তবেই ঘ'টেছে এ ঘ'টনা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী অ্যানা হাকোবিয়ান আজারবাইজানের বিপক্ষে যু'দ্ধ করতে যাচ্ছেন।

সম্প্রতি অ্যানা নিজেই ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, আপাতত একটি সেনাঘাঁ'টিতে ১২ জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কয়েক দিনের মধ্যেই সীমান্তে সম্মুখ লড়া'ইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। ৪২ বছর বয়সী অ্যানা হাকোবিয়ানের জানান, ''শ'ত্রুপক্ষের হাতে আমাদের সম্মান ও মাতৃভূমি কোনোটাই তুলে দেব না।'' অবশ্য অ্যানা একা নন, যু'দ্ধে নেমেছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও। প্রধানমন্ত্রীর ছেলে অ্যাশট পাশিনিয়ান বর্তমানে কারাবাখ অঞ্চলের যু'দ্ধক্ষেত্রে রয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিত'র্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলের দ'খ'ল নিয়ে তু'মু'ল ল'ড়া'ই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যু'দ্ধবিরতি চু'ক্তিও হয়েছিল। কিন্তু তা স্থায়ী হয়নি। এক মাসের বেশি সময় ধ'রে চলা এই যু'দ্ধে দুই দেশের মধ্যে শ'ত্রু'তা আরও তী'ব্র হয়েছে। এ সং'ঘর্ষে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হা'রিয়েছেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে