শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ০৪:৫৬:২০

ভাঙছে টাটা গ্রুপ, বেরিয়ে যাচ্ছে সাইরাস মিস্ত্রির পরিবার

ভাঙছে টাটা গ্রুপ, বেরিয়ে যাচ্ছে সাইরাস মিস্ত্রির পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : টাটাদের সঙ্গে সাত দশকের সম্পর্ক ভাঙার জন্য সাইরাস মিস্ত্রির পরিবার কি চাইছেন সেই বিষয়ে তালিকা আদালতে জমা দিল। টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সে রয়েছে মিস্ত্রিদের ১৮.৩৭ শতাংশ শেয়ার, যার মূল্য ধরা হয়েছে ১.৭৫ লক্ষ কোটি টাকা।

সাইরাসের পরিবার অর্থাৎ শাপুরজি পালোনজি গোষ্ঠী জানিয়েছে, টাটাদের থেকে আলাদা হওয়ার জন্য তাদের কি পরিকল্পনা সেকথা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। সাইরাস আগেই জানিয়েছিলেন, এই অংশীদারি ছাড়ার জন্য ন্যায্য পাওনা নিয়ে দ্রুত নিষ্পত্তি জরুরী কারণ এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এবং তাদের পক্ষে আর একসঙ্গে থাকার ইচ্ছে নেই। 

এদিকে টাটার পক্ষ থেকে সাইরাসদের অংশীদারিত্ব কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তার মূল্য, এক লক্ষ্য কোটি টাকা রাখা হয়। এবার সাইরাসের পরিবার জানিয়েছে, টাটা সন্স হল তাদের দুই গোষ্ঠীর সংস্থা। তাতে রয়েছে টাটা ট্রাস্ট, টাটা পরিবারের সদস্য এবং তাদের সমস্ত সংস্থা। সবমিলিয়ে টাটাদের শেয়ারের মূলধন ৮১.৬ শতাংশ অন্যদিকে মিস্ত্রি পরিবারের হাতে রয়েছে ১৮.৩৭ শতাংশ।
 
এক্ষেত্রে টাটা সন্সের মোট মূল্য নির্ধারণ করা হয় শেয়ারের মোট বাজার মূল্য, অনথিভুক্ত শেয়ার, ব্র্যান্ড ভ্যালু এবং হাতে থাকা নগদ স্থাবর সম্পত্তির ভিত্তিতে। সেই অনুসারে সাইরাসদের ১৮.৩৭ শতাংশের মূল্য দাঁড়াচ্ছে ১.৭৫ লক্ষ কোটি টাকার বেশি। এই বিভাজনের বিষয় শাপুরজি পালোনজি গোষ্ঠী দাবি করেছে, শেয়ার অথবা ব্র্যান্ড ভাগাভাগিটা যেন দু'পক্ষের অংশীদারিত্বের অনুপাতে হয় এবং অনথিভুক্ত শেয়ারের মূল্যায়ন যেন নিরপেক্ষ কোন তৃতীয় পক্ষকে দিয়ে করানো হয়।

এক্ষেত্রে নিট ঋণের পরিপ্রেক্ষিতে ব্র্যান্ড ভ্যালুর ভাগ নথিভূক্ত সি'কিউ'রিটি অথবা নগদে দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। অন'থিভু'ক্ত শেয়ারের মূল্যায়ন দুপক্ষের নির্বাচিত ভ্যালুয়ারকে দিয়ে করানোর আর্জি জানানো হয়েছে। সাইরাস মিস্ত্রি অভিযোগ করেছেন, টাটার ইতিহাসে অনেক ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে ঋণ বেড়েছে বহু গুণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে