শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ০৬:৩০:১৩

'বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে', পুলওয়ামা হা'মলা পাকিস্তানের সাফল্য প্রসঙ্গে পাক মন্ত্রী

'বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে', পুলওয়ামা হা'মলা পাকিস্তানের সাফল্য প্রসঙ্গে পাক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : তার কথার 'ভুল ব্যাখ্যা' করা হয়েছে বলে দাবি করলেন ইমরান খান সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বৃহস্পতিবারের বি'স্ফো'রক 'স্বীকারোক্তি'র পর ফাওয়াদের দাবি পাকিস্তান সন্ত্রা'সবা'দকে সমর্থন করে না বা পাকিস্তান কোনও সন্ত্রা'সবা'দকে প্রশ্রয়ও দেয় না। তিনি বলছেন, 'আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।''

পাক মন্ত্রীর বক্তব্য, তিনি অপারেশন সুইফট রিসর্ট সম্পর্কে ওই কথা বলেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার পাকমন্ত্রীর দাবি ঘিরে ব্যা'পক শোরগোল পড়ে যায়। ফাওয়াদ চৌধুরী দাবি করেন, ''পুলওয়ামার আ'ক্র'মণ পাকিস্তানের সাফল্য।'' তিনি এই হা'মলার কৃতিত্ব ইমরান খান ও তার দলকেও দেন।

পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার বলেন, ''আমরাও হিন্দুস্তানে ঢুকে ওদেরকে মেরেছি''। তার এই মন্তব্যের প্রেক্ষিতেই স'মালো'চনার ঝড় ওঠে। খুব স্বাভাবিক ভাবেই এই উক্তিকে পুলওয়ামা হা'মলার স্বী'কারো'ক্তি বলে দাবি করা হতে থাকে। যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নামেন পাক মন্ত্রী। দাবি করেন, কথা ভুল মানে বের করা হয়েছে।

উল্লেখ্য, নিজের বক্তব্যের জেরে সংবাদপত্রের শিরোনামে থাকেন পাকিস্তানের নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি প্রায়শই ভারতকে নানান ভাবে হু'মকি দিতে থাকেন। এমনকি তিনি ভারতকে পারমাণবিক যু'দ্ধের হু'মকি দিয়েছিলেন। এমনকি চন্দ্রায়ণ-২ এর সময়েও বিত'র্কিত টুইট করেছিলেন এই নেতা। তবে এর জেরে নিজের দেশেও তাকে স'মালো'চনার মুখো'মুখি হতে হয়েছিল।
 
উল্লেখ্য, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কন'ভয়ে হা'মলা চালায় পাক জ'ঙ্গিরা। একটি আ'ত্মঘা'তী বো'মা হা'মলাকারী গাড়ি সিআরপিএফের কন'ভয়ে ধা'ক্কা মা'রে। এই হা'মলায় মৃ'ত্যু হয় ৪০ জন জওয়ানের। সারা দেশ এই হা'মলার প্রতি'বাদে গর্জে ওঠে। এর পরেই বালাকোটে বিমান হা'মলা চালায় ভারত। গুঁ'ড়িয়ে দেওয়া হয় জ'ঙ্গিদের ঘাঁ'টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে