শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ০৪:০৭:১৯

বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয় : ইলাহাবাদ হাইকোর্ট

বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয় : ইলাহাবাদ হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয়। একটি মামলার প্রেক্ষিতে আবেদনকারীকে শনিবার এ কথা জানালো ভারতের উত্তরপ্রদেশের ইলাহাবাদ হাইকোর্ট। বিয়ের তিন মাস পর পুলিশি নিরা'পত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছে।

জন্মসূত্রে এক মুসলিম মহিলা বিয়ের জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেন। আবেদনে ওই দম্পতি জানিয়েছেন যে তারা চলতি বছরের জুলাই মাসেই বিয়ে করেন। এও অ'ভিযো'গ করেন, বিয়ের পরেও পাত্রীর বাবা তাদের জীবনে হস্তক্ষেপ করছেন। 

তার প্রেক্ষিতেই বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এ দিন বলেন, ''ওই মহিলা ২০২০ সালের ২৯ জুন নিজের ধর্ম পরিবর্তন করেন এবং ৩১ জুলাই বিয়ে করেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় বিয়ের উদ্দেশ্যেই এই ধর্ম‌ পরিবর্তন।''

বিচারপতি এও জানিয়েছেন, আদালত এই ব্যা'পারে হ'স্তক্ষে'প করতে রাজি নয়। এর আগে ২০১৪ সালে নূর জাহান বেগমের একটি আবেদনের ভিত্তিতেও একই রায় দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট। এ দিন ওই রায়ের কথাও উল্লেখ করেছে আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে