রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৯:১১:২১

ভেঙে পড়লো সেনা হেলিকপ্টার

ভেঙে পড়লো সেনা হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক : আবারো দুর্ঘটনার কবলে সেনা হেলিকপ্টার। এবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে। এ ঘটনায় মারা গেছে ৩ আফগান সেনা। গুরুতর জখম আরো ২ সেনা। এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র দাওলাত ওয়াজিরি। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই মি-১৭ সেনা কপ্টারটি ভেঙে পড়েছে। জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে দক্ষিণ আফগানিস্তানের লোগার প্রদেশে মি-১৭ সেনা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিমানে থাকা তিন সেনার। গুরুতর জখম হন আরও দুই সেনা। এ দুর্ঘটনার পর প্রথমে লোগার প্রদেশের রাজ্যপালের মুখপাত্র সেলিম সালে বিষয়টি নিশ্চিত করেন। যদিও হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তিনি বলতে পারেননি। পরে দাওলাত ওয়াজিরি জানান, যান্ত্রিক গোলযোগের কারণেই আচমকা মি-১৭ কপ্টারটি ভেঙে পড়ে। প্রসঙ্গত, এই মি-১৭ কপ্টারটি রাশিয়ার থেকে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র কেনে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে নবীকরণ করে আফগানিস্তান সেনাবাহিনীর কাছে বিক্রি করে। গত বছর তালেবানদের সঙ্গে যুদ্ধে কপ্টারটি আফগান সেনাবাহিনীকে বিশেষভাবে সাহায্য করেছিল। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে