রবিবার, ০১ নভেম্বর, ২০২০, ০৯:৪২:২৭

যারা হিন্দু মেয়েদের সম্মান করবে না, তাদের 'মৃত্যু' হবে : যোগী আদিত্যনাথ

যারা হিন্দু মেয়েদের সম্মান করবে না, তাদের 'মৃত্যু' হবে : যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে যোগী সরকারের পর এবার হরিয়ানাতেও 'লাভ জেহাদ'-এর বিরুদ্ধে আইন! এমনটাই জানালেন হরিয়ানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। রবিবার অনিল ভিজ এক টুইটে জানিয়েছেন, লাভ জেহাদ-এর বিরুদ্ধে আইন আনার কথা ভাবছে হরিয়ানা সরকার।

গতকালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ''যারা আমাদের মেয়েদের সম্মান করবে না তাদের 'রাম নাম সত্য হবে' (মৃত্যুর পর মৃ'ত ব্যক্তির আত্মার শান্তি কামনায় 'রাম নাম সত্য' বলা হয়)। লাভ জেহাদের বি'রু'দ্ধে শীঘ্রই আইন আনবে রাজ্য সরকার।''

সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, ''কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না।'' সেই রায়কেই হা'তিয়ার করে সরব হয়েছেন যোগী আদিত্যনাথ। গত সপ্তাহে হরিয়ানার বল্লভগড়ে এক কলেজ ছাত্রী নিকিতাকে গু'লি করে খু'ন করে এক যুবক।

ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই তরুণ তাকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তনের করতে চা'প দিচ্ছিল। রাজ্যে কয়েকটি হিন্দু সংগঠন ঘ'টনাটিকে লাভ জেহাদ বলে সরব হয়েছে। ছাত্রীর পরিবারের সঙ্গে গতকাল দেখা করেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার। আজ এনিয়ে রাস্তা অ'বরো'ধ করে বিক্ষো'ভও হয়েছে বল্লভগড়ে। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে