সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ১২:০৫:১৩

ইউরোপে ইসলামি সন্ত্রা'সবাদ ছড়াচ্ছেন এরদোয়ান : জার্মান রাজনীতিক

ইউরোপে ইসলামি সন্ত্রা'সবাদ ছড়াচ্ছেন এরদোয়ান : জার্মান রাজনীতিক

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান গ্রিন পার্টির পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ ও চেম ওজডেমির অ'ভিযো'গ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইউরোপে ইসলামি সন্ত্রা'সবাদ ছড়াচ্ছেন। শুক্রবার একটি জার্মান সংবাদমাধ্যমে তিনি এই অভিযোগ করেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

ওজডেমির বলেন, ''নিজেদের সস্তা স্বার্থে যারা ইসলামি স'ন্ত্রা'সবাদকে উ'সকে দিচ্ছেন সেই সব উস'কানিদাতাদের বি'রু'দ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিত আ'গুনে ঘি ঢালছেন, সহিং'সতা ও সন্ত্রা'সবাদে ম'দ'দ দিচ্ছেন।

জার্মান গ্রিন পার্টির রাজনীতিক বলেন, ''জার্মানিতে আমরা ভিন্নভাবে ইসলামি সংগঠনগুলোকে নিয়'ন্ত্রণ করি। এই সংগঠনগুলোকে অবশ্যই আমাদের সংবিধান অনুসারে হতে হয়। এছাড়া এগুলোকে অবশ্যই বিদেশি সরকারের সহায়তামুক্ত হতে হবে।''

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উ'গ্রবা'দী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হ'ত্যার পর থেকেই উ'ত্ত'প্ত ফ্রান্স। এ প্রেক্ষিতে এই ব্য'ঙ্গচিত্র প্রকাশ অব্যাহ'ত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইসলামের প্রতি এমন মান'সিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। 

কয়েকদিন পর এরদোয়ান আরও বলেছেন, ফ্রান্সসহ ইসলামকে আ'ক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ক্রুসেড বা ধর্মযু'দ্ধ শুরু করতে চায়। দুর্ভা'গ্যব'শত আমরা এমন এক প্রতিকূল সময় অতি'ক্রম করছি যখন ইসলাম, মুসলিম ও বিশ্বনবীকে অ'বমা'ননা করা হচ্ছে। এটি ক্যান'সারের মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে এমন প্রব'ণতা দেখা যাচ্ছে। এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বে'ষ গো'পন করারও কোনও প্রয়োজন বোধ করে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে