রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৫:১৬

‘মা, আমি আত্মঘাতী মিশনে আছি’

‘মা, আমি আত্মঘাতী মিশনে আছি’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি টেলি আলাপে কান পাতে, যা শুনে মেরুদণ্ডে হিমশীতল স্রোত বয়ে যাওয়ার কথা। রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ সেকেন্ডের ঐ কলটিতে বলতে শোনা যায়, একজন বলছে সে একটি ‘আত্মঘাতী মিশনে’ বের হয়েছে। অপরপক্ষ চুপ থাকলেও ঐ ব্যক্তি বলে, ‘আমি একটি আত্মঘাতী মিশনে আছি। আল্লাহ আমাদের সবাইকে দেখে রাখবেন।’ এই ফোনের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পাঞ্জাবের পাঠানকোটে বিমানঘাঁটিতে গুলির শব্দ শোনা যায়। সেখানে মিগ-২১ ও মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে। গত শুক্রবার শেষ রাতে সেনাপোশাক পরা কয়েকজন সন্ত্রাসী ওই ঘাঁটিতে ঢুকে দেদার গুলি চালায়। তাদের মোকাবিলা করেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের লড়াইয়ে চার সন্ত্রাসী ও তিন সেনা সদস্যের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিন সেনা সদস্য। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, প্রথম ফোনালাপটি ছিল প্রায় এক মিনিটের। যিনি ফোন করেন তাঁর সঙ্গে পর্যায়ক্রমে তিনজন কথা বলেন। ফোনটি করা হয়েছিল সীমান্তের এপার থেকে। দ্বিতীয় ফোনটি করা হয় রাত ১২টা ৫২ মিনিটের দিকে। সন্দেহ করা হচ্ছে আজকের হামলার নির্দেশদাতা ছিলেন তিনি। তিনি ৩২ সেকেন্ডের ওই কলে পর্যায়ক্রমে দুজনকে হামলার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। ৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে