সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ০৮:৩৫:০৭

গিলগিট-বালতিস্তান অংশটি ভারতের অবিচ্ছেদ্য অংশ : রাজনাথ সিং

গিলগিট-বালতিস্তান অংশটি ভারতের অবিচ্ছেদ্য অংশ : রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার বললেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর(পিওকে) থেকে গিলগিট-বালতিস্তান অংশটি ভারতের অবিচ্ছেদ্য অংশ, বর্তমানে এই অঞ্চলটি পাকিস্তানের অবৈধ অধিকারে আছে।

তিনি টুইট করেন, "গিলগিট-বালতিস্থান পাকিস্তানের অবৈধ অধিকারে রয়েছে। এখন তারা এটিকে রাজ্যের মর্যাদা দিতে চলেছে। ভারত সরকারের স্পষ্ট অভিমত, পিওকে থেকে গিলগিট-বালতিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাইনি ভারত ভাগ হোক, কিন্তু তা হয়েছে। আপনারা জানেন, পাকিস্তানে যে হিন্দু-শিখ-বৌদ্ধরা রয়েছে, তাদের সঙ্গে কী আচরণ করা হয়। আমরা নাগরিকত্ব আইন করেছি, সে্খানে যে সংখ্যালঘুরা ধর্মীয় নি'পী'ড়নের শিকার তাদের জন্য।"

২০১৯ সাথে পুলওয়ামা জ'ঙ্গি হা'না নিয়ে কংগ্রেসকে কটা'ক্ষ করেন রাজনাথ। তিনি বলেন, "আগে এই দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আ'ঙুল তুলেছিল। কিন্তু পাকিস্তান এই হা'মলায় জড়িত বলার পর তারা চু'প করে রয়েছে। পুলওয়ামা হা'মলাকে তারা কটা'ক্ষ করেছিল। প্রধানমন্ত্রী মোদীজিকে সন্দে'হ করেছিল। ৩ দিন আগে পাক সংসদে এক মন্ত্রী প্রকাশ্যে এনেছেন পুলওয়ামায় কী হয়েছিল। এখন কংগ্রেস চুপ কেন?"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে