সোমবার, ০২ নভেম্বর, ২০২০, ১১:৫১:৫২

'ফ্রান্সে শিক্ষক হ'ত্যাকে সমর্থন'‌, বিখ্যাত উর্দু কবির বিরুদ্ধে অভিযোগ দায়ের

'ফ্রান্সে শিক্ষক হ'ত্যাকে সমর্থন'‌, বিখ্যাত উর্দু কবির বিরুদ্ধে অভিযোগ দায়ের

আন্তর্জাতিক ডেস্ক : '‌মহানবীর ব্যঙ্গচিত্র'‌ বিত'র্কে ফ্রান্সে ঘ'টে যাওয়া একাধিক হ'ত্যাকাণ্ডের পক্ষে সমর্থন করার অ'ভিযোগে বিখ্যাত উর্দু কবি মুনাব্বর রানার বি'রু'দ্ধে দায়ের হল অভিযোগ। উর্দু কবির মন্তব্যে সাম্প্রদা'য়িক সম্প্রীতি ন'ষ্ট হতে পারে, এই অ'ভিযো'গে ভারতের লখনউয়ের হজরতগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এক সাব-ইন্সপেক্টর।

সম্প্রতি একটি হিন্দি চ্যানেলের সাক্ষাত্‍কারে মুনাব্বর রানা বলেন, '‌আমার বাবা-মাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র তৈরি করে, তাকে আমি খু'ন করতে পারি। ভারতে কোনও দেবদেবী বা রাম-সীতাকে নিয়ে কেউ যদি নোং'রা, আ'পত্তিকর কার্টুন বানায়, সত্যিই তাকে খু'ন করতে ইচ্ছে করবে আমার।'‌

তার এই মন্তব্যের ভিডিওটি সঙ্গে সঙ্গেই ভাই'রাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মামলা দায়ের হবার পর সংবাদমাধ্যমে উর্দু কবি বলেন, '‌'আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, যারা কার্টুন বানিয়েছেন, তারা ভুল করেছেন। তার চেয়ে বড় ভু'ল, যারা খু'ন করেছে। আমার বক্তব্য ছিল, ধর্মের নামে ঘৃ'ণা ছড়ানো অনুচিত।'‌

কবির এই মনোভাবের জেরে সমাজে বিভে'দ তৈরি হচ্ছে, সামাজিক শান্তি বি'ঘ্নিত হচ্ছে বলেই মনে করে প্রশাসন। এমনকি তার ওই ধরনের মন্তব্য সামাজিক ঐক্যের উপর আ'ঘা'ত হা'নছে বলে মন্তব্য করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশা'না করে কবি বলেছিলেন, রাফাল চু'ক্তির জন্যই তিনি ফ্রান্সকে সমর্থন করে চলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে