মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ০৪:৪২:৫৭

আইনজীবীদের সঙ্গে বসছে ট্রাম্প, মার্কিন নির্বাচনের ফল শেষপর্যন্ত আদালতে গড়াচ্ছে!

আইনজীবীদের সঙ্গে বসছে ট্রাম্প, মার্কিন নির্বাচনের ফল শেষপর্যন্ত আদালতে গড়াচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল আদালত পর্যন্ত গড়ানোর সব ধরনের উপাদান রয়েছে। ভোটারদের মধ্যে অতি মে'রুকরণ, মেইল ভোটের রেকর্ড ও নির্বাচনী ল'ড়াই চ'রম প্রতিদ্ব'ন্দ্বিতাপূর্ণ হলে তাতে হ'স্তক্ষে'প করতে সুপ্রিমকোর্টের কয়েকজন বিচারক প্রস্তুত বলে দেখা গেছে।

কোনো একটি প্রতিদ্ব'ন্দ্বি'তাপূর্ণ রাজ্যে ন্যূনতম ব্যবধানের ফল একমাত্র উপাদান হতে পারে, যা দুই পক্ষকে আদালত প্রাঙ্গণে নিয়ে যাবে। লসঅ্যাঞ্জেলেসে লয়োলা ল' স্কুলে নির্বাচন আইন বিষয়ে শিক্ষকতা করেন জেসিকা লেভিনসন। তিনি বলেন, এটি যদি পেনসিলভানিয়া কিংবা ফ্লোরিডার ক্ষেত্রে ঘটে, তা হলে আমরা আইনি ল'ড়াইয়ে প্রাণপণ ঝাঁপিয়ে পড়ব।

এ নির্বাচনী আইন বিশেষজ্ঞ বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে বিত'র্ক অস্বাভাবিক কিছু না। কিন্তু তা স্থানীয় ও রাজ্যজুড়ে প্রতিদ্ব'ন্দ্বি'তার মধ্যেই সীমিত থাকে। মঙ্গলবারের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বি'রু'দ্ধে ল'ড়ছেন তার ডেমোক্র্যাটদলীয় প্রতিদ্ব'ন্দ্বী জো বাইডেন। 

চলতি বছরে করোনা মহামা'রীর কারণে মার্কিন নির্বাচনে কয়েকশ আইনি চ্যালে'ঞ্জ সামনে নিয়ে এসেছে। যার মধ্যে মেইল ভোটে প্রত্যক্ষদর্শীর সই, মার্কিন মেইল পোস্টমার্ক ও ব্যালটের জন্য ড্রপ বক্স ব্যবহারের বিষয়টিও রয়েছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আমরা আইনজীবীদের সঙ্গে বসবো।

বিশেষজ্ঞরা বলছেন, পেনসিলভানিয়া ও আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য মিনেসোটায় যদি হা'ড্ডাহা'ড্ডি লড়া'ই হয়, তা হলে মেইল ভোট নিয়ে আদালতের দুটি রুলিংয়ের কারণে নির্বাচন পরবর্তী আইনি লড়া'ইয়ের সম্ভাবনা বাড়বে। গত ২৯ অক্টোবর ৮তম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলসের শুনানিতে বলা হয়, মিনেসোটায় মেইল ভোট গণনার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা অসাংবিধানিক। 

রাজ্যটির ডেমোক্র্যাটদলীয় সেক্রেটারি অব স্টেট স্টিভ সিমন এমন উদ্যোগ নিয়েছিলেন। ৩ নভেম্বরের পর গ্রহণ করা অনুপস্থিত ব্যালট আলাদা করতে মিনেসোটার কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। সিমন বলেন, কর্মকর্তারা মার্কিন সুপ্রিমকোর্টে আপিল করবেন না। কিন্তু ওই ব্যালট গণনা করা হবে কিনা; নিম্ন আদালতে মামলার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

ইতিমধ্যে গত ২৮ অক্টোবর পেনসিলভানিয়ার শীর্ষ আদালতের একটি রুলিং অপরিবর্তিত রেখেছেন মার্কিন সুপ্রিমকোর্ট। তাতে নির্বাচনের দিন পোস্টমার্ক করা এবং তিন দিন পর গ্রহণ করা ব্যালট গণনা করতে কর্মকর্তাদের অনুমোদন দেয়া হয়েছে। বিচারকরা বলছেন, রাজ্য আদালতের রুলিং পর্যালোচনা করে দেখার মতো যথেষ্ট সময় নেই। 

মিনেসোটা ও পেনসিলভানিয়ায় যখন ব্যালট আলাদা করা হবে, তখন তা সম্ভাব্য আইনি লড়া'ইয়েরই আভাস দিচ্ছে। সুপ্রিমকোর্টে যদি নির্বাচনপরবর্তী আইনি ল'ড়া'ইয়ের শুনানি হয়, তা হলে র'ক্ষ'ণশীলরা ৬-৩ ব্যবধানে এগিয়ে থাকবে। গত ২৬ অক্টোবর অ্যামি কোনি ব্যারেটকে সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে মনোনয়ন দেন ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতে তার মনোনীত বিচারকের সংখ্যা তিনজন।

সেপ্টেম্বরে ট্রাম্প বলেন, আমি চাচ্ছি– আমার মনোনীত মানুষটি যাতে সুপ্রিমকোর্টের বিচার হিসেবে নিয়োগ পান। কারণ নির্বাচনের ফল সুপ্রিমকোর্টেই নির্ধারিত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ৯ জন বিচারক আছেন। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ফল যে কোনো একজনের জয়ী হওয়ার ক্ষেত্রে অনু'ঘটকের কাজ করবে, এমন একটি রাজ্যে যদি দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পান, তা হলে ফল নির্ধারণ সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়াবে।

ক্যাম্পেইন লিগ্যাল সেন্টারের জ্যেষ্ঠ পরিচালক আদাভ নোতি বলেন, প্রেসিডেন্টের কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে, তিনি ভাবছেন, কে নির্বাচনে বিজয়ী— সুপ্রিমকোর্টকে সেই সিদ্ধান্ত নিতে বলা হবে। কিন্তু এভাবে নির্বাচনী মামলা কাজ করে না। গত ১৪০ বছরে মাত্র একবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল আদালতে নিষ্পত্তি হয়েছে। ২০০০ সালে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী আল-গোরকে পরা'জিত করেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ফ্লোরিডায় ভোট পুর্নগণনাকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের রায়ে তিনি হেরে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে