মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ০৬:২৮:৩৩

ভয়াবহ হামলা চালালো ফ্রান্সের বিমান সেনা, অর্ধশতাধিকের মৃত্যু

ভয়াবহ হামলা চালালো ফ্রান্সের বিমান সেনা, অর্ধশতাধিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দার ঘাঁটিতে বড়সড় ভ'য়ঙ্কর হা'মলা চালাল ফ্রান্সের বিমান বাহি'নী। ফ্রান্সের সরকারের দাবি, বিমান সেনার এই হা'মলায় অর্ধশতাধিক জ'ঙ্গি নিহ'ত হয়েছে। এ ত'থ্য নি'শ্চিত করেছেন ফ্রান্সের প্রতির'ক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি।

ফ্রান্সের প্রতির'ক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভি'যান চালায় সেনা। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহি'নীর ড্রোন। তখনই মধ্য মালিতে নজরে আসে আনারুল ইসলাম গোষ্ঠীর জ'ঙ্গিদের একটা বিশাল ক'নভ'য়। এই আনারুল গোষ্ঠী আল-কায়দার সঙ্গে কাজ করে।

পার্লি আরও জানিয়েছেন, তাদের নজরদারি ড্রোন দেখার পর জ'ঙ্গিরা গো'পন ডেরায় আশ্রয় নেয়। বিমান সেনা সেই ডেরা চি'হ্নিত করে হা'মলা চালায়। বেশির ভাগ জ'ঙ্গিরই মৃ'ত্যু হয়েছে। চার জ'ঙ্গিকে জীবন্ত পাকড়াও করা হয়েছে। প্রচুর অ'স্ত্র ও বি'স্ফো'রক উ'দ্ধার হয়েছে জ'ঙ্গিদের ডেরা থেকে।

ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রি বলেন, ''এ বার তাদের ল'ক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট জ'ঙ্গি। ৩ হাজার সেনা ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে।'' গত জুনেই মালিতে বড়সড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনা। আল কায়দার শীর্ষ নেতা আবদেল মালেক দ্রুকদেল ফরাসি সেনার হা'মলায় নিহ'ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে