মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ০৭:২২:৩৫

বর্ণবিদ্বেষের শিকার? আমেরিকায় মুসলিম যুবককে প্রকাশ্য রাস্তায় কু'পিয়ে হ'ত্যা

বর্ণবিদ্বেষের শিকার? আমেরিকায় মুসলিম যুবককে প্রকাশ্য রাস্তায় কু'পিয়ে হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় খু'ন ভারতীয় মুসলিম যুবক। রবিবার রাতে জর্জিয়ার প্রকাশ্য রাস্তায় কু'পিয়ে হ'ত্যা করা হয় হায়দরাবাদের ওই যুবককে। কে বা কারা খু'ন করেছে তার হ'দিশ এখনও মেলেনি। তার শেষকৃত্য করতে আমেরিকায় যেতে চেয়ে ভারত সরকারের দ্বারস্থ হয়েছে তার পরিবার।

মৃ'তের নাম মোহাম্মদ আরিফ মহিউদ্দিন। গত ১০ বছর ধ'রে তিনি জর্জিয়াতেই রয়েছেন। সেখানে তিনি একটি মুদির দোকান চালাতেন। আরিফের স্ত্রী মেহনাজ ফতিমা জানিয়েছেন, রবিবার রাত ১০টা নাগাদ ফোনে দু'জনের কথা হয়। আরিফ জানিয়েছিলেন আধঘণ্টার মধ্যে বাড়ি ঢুকবেন তিনি। এরপর দীর্ঘক্ষণ আরিফকে ফোনে না পেয়ে ননদের সঙ্গে যোগাযোগ করেন মেহনাজ। 

তার থেকেই তিনি জানতে পারেন বাড়ির কাছের রাস্তায় আরিফকে কেউ বা কারা কু'পিয়ে খু'ন করেছে। মেহনাজের কথায়, ''আরিফের দেহ জর্জিয়ার হাসপাতালে পড়ে রয়েছে। কোনও আত্মীয় তার কাছে নেই।'' পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে মৃ'ত বলে ঘোষণা করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদ'ন্ত শুরু করেছে। 

তাতে দেখা গিয়েছে, কয়েকজন অজ্ঞা'তপরিচয় আত'তায়ী তাকে এলোপা'থারি কো'প মে'রে খু'ন করেছে। ব্যবসায়িক শ'ত্রুতা নাকি অন্য কোনও কারণে তাকে খু'ন করা হল, খ'তিয়ে দেখছে পুলিশ। তবে ব'র্ণবিদ্বে'ষের জে'রে খু'ন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে এর আগে বহু ভারতীয় বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষকে খু'ন হতে হয়েছে আমেরিকায়।

করোনা ভাইরাস পরি'স্থিতিতে বিমান চলাচল শুরু হওয়ার কথা হলেও এখনও শুরু হয়নি৷ তাই ভারত সরকারের কাছে মেহনাজের অনুরোধ, ''আমার আর আমার বাবার জরুরি ভিত্তিতে ট্র্যাভেল ভিসা দিয়ে দিক ভারত সরকার৷ তাহলে আমরা আমেরিকায় দাফন-কাফন সম্পন্ন করতে পারব৷'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে