মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ০৯:৩৯:১২

পশ্চিমা কাফেররা মহানবী (সা.) ও ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না : খামেনি

পশ্চিমা কাফেররা মহানবী (সা.) ও ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন প্রকা'শে সমর্থন করায় ফ্রান্স সরকারের ক'ঠো'র সমালো'চনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার ইরানি জনগণ ও মুসলিম উম্মাহর উদ্দেশে বিভিন্ন বিষয়ে দিকনির্দে'শনা মূলক বক্তব্য দেন তিনি। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একজন কার্টুনিস্ট যখন এ ধরনের অবমাননাকর কাজ করে কিংবা একটি পত্রিকা যখন তা প্রকাশ করে তখন বিষয়টি একরকম থাকে আর যখন সেই দেশের সরকারের পক্ষ থেকে এই অপ'কর্মকে পৃষ্ঠপোষকতা দেয়া হয় তখন সেটি অনেক বেশি জঘ'ন্য চরিত্র ধা'রণ করে। 

খামেনি বলেন, আশার কথা মুসলিম বিশ্ব নীরব থাকেনি। প্রাচ্য থেকে পাশ্চাত্যের সর্বত্র মুসলমানরা তাদের ঈমানি শক্তির পরিচয় দিয়েছেন। তারা তাদের প্রাণপ্রিয় নবীর অবমাননার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। বিগত বছরগুলোতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে বারবার বিশ্বনবীর (সা.) অবমাননা করা হয়েছে। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কিন্তু এসবের মাধ্যমে তারা মহানবীর মর্যাদার বিন্দুমাত্র ক্ষ'তি করতে পারেনি। যেভাবে মক্কা ও তায়েফের কাফেররা তাদের অপতৎপরতার মাধ্যমে বিশ্বনবী কিংবা ইসলামের ক্ষ'তি করতে পারেনি বর্তমানে পশ্চিমা কাফেররাও এই মহানবী (সা.) বা ইসলামের কোনো ক্ষ'তি করতে পারবে না। সূত্র : ইরনা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে