বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০৭:৩৬:২২

ফলাফল ঘোষণা শুরু, বাইডেন ৮৫, ট্রাম্প ৫৫

ফলাফল ঘোষণা শুরু, বাইডেন ৮৫, ট্রাম্প ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি পাল্টে যাচ্ছে। আলজাজিরায় প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৮৫টি ইলেক্টরাল ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫৫ ভোট। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকিতে জয়ী হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন জয়ী হয়েছেন ভারমন্ট, ভার্জিনিয়ায়

বিবিসির খবরে বলা হয়েছে, নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং জর্জিয়ায় জিততেই হবে। এই দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্লোরিডা থেকে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আসছে - তাকে 'মিশ্র' বলা যায়। বাইডেন যদি এ দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে হয়তো বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যেতে পারে।

অন্যদিকে যদি ট্রাম্প এ দুটি রাজ্য নিজের হাতে রাখতে পারেন - তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য-পশ্চিমের শিল্পকারখানা-সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে।

জয়ের ব্যাপারে আমরা ২০১৬ সালের চেয়েও আত্মবিশ্বাসী
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জয়ের ব্যাপারে ২০১৬ সালের চেয়েও আত্মবিশ্বাসী। আর ফ্লোরিডা থেকেই তারা শুভ ইঙ্গিত পাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিফেনের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিডা আমাদের পক্ষে ভোট দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। তবে এবার চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে নিশ্চিত হওয়া যাবে না কে জয়ী হতে যাচ্ছেন। প্রথম দিকে কেউ বিপুলভাবে এগিয়ে থাকলেও হঠাৎ করে ধারা পাল্টে যেতে পারে।

এদিকে বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তারা একটা ‘ওয়ার রুম’ – বা ‘যুদ্ধকালীন নিয়ন্ত্রণ কক্ষে’র মত একটা কেন্দ্র বসিয়েছেন – যেখান থেকে নির্বাচনী পরিস্থিতির নিয়মিত খবর প্রেসিডেন্টকে জানানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের পুরো দিনটা হোয়াইট হাউসেই থাকবেন বলে মনে করা হচ্ছে।

এই কক্ষের ওয়াইফাই, কম্পিউটার ইত্যাদি যন্ত্রপাতির খরচ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিল থেকেই দেয়া হবে বলে সিএনএন জানিয়েছে।
এর আগে যে প্রেসিডেন্ট নির্বাচনের রাতটি হোয়াইট হাউসেই কাটিয়েছিলেন – তিনি হলেন জর্জ ডব্লিউ বুশ।

তখনও নির্বাচনী খবর পাবার জন্য হোয়াইট হাউসের একটি ঘরে কেন্দ্র স্থাপন করা হয়েছিল। বুশ ওই ঘরের নাম দিয়েছিলেন ‘বাদুড়ের গুহা’, এবং মাঝে মাঝেই তিনি ভোটের ফলাফল জানতে ওই ঘরে ঢুকতেন।

ওয়াশিংটন থেকে বিবিসির টারা ম্যাককেলভি জানাচ্ছেন, হোয়াইট হাউসে একটি ‘নির্বাচনী রাতের পার্টি’ হবে এবং এ জন্য কয়েকশ' অতিথি আসবেন।
এটিও সেপ্টেম্বর মাসের রোজ গার্ডেন পার্টির মতোই একটি করোনাভাইরাস ছড়ানোর ‘সুপার স্প্রেডার’ পার্টি হয়ে ওঠে কিনা – তা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সেখানে ঢোকার আগে অতিথিদের কোভিড টেস্ট করা হবে বলে জানা গেছে। বিবিসির সংবাদদাতা দেখেছেন – হোয়াইট হাউসে যারা যাচ্ছেন সবারই মুখে মাস্ক পরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে