বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০৯:৪৩:০৩

সর্বশেষ প্রাপ্ত ফলাফল; ১৩১টিতে এগিয়ে বাইডেন, ৯৮টিতে ট্রাম্প

সর্বশেষ প্রাপ্ত ফলাফল; ১৩১টিতে এগিয়ে বাইডেন, ৯৮টিতে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া খবরে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। বিভিন্ন টেলিভিশনের প্রক্ষেপিত ফলে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ১৩১টিতে এগিয়ে আছেন।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন ৯৮টিতে। তবে যে কয়টি সুইংস্টেট ফল নির্ধারণ করে থাকে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় এখন পর্যন্ত পাওয়া ফলে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অন্যদিকে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার মতো সুইংস্টেটগুলো থেকে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে। রক্ষণশীলদের রাজ্য বলে পরিচিত আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং টিনেসিতে জয় পেতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটপন্থি ম্যাসাচুসেটস, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় জয় পেতে চলেছেন জো বাইডেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে