বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০১:৩৯:১২

ট্রাম্পকে দেখিয়ে দিতে যাচ্ছি আমরা কারা: জিল বাইডেন

ট্রাম্পকে দেখিয়ে দিতে যাচ্ছি আমরা কারা: জিল বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ শেষের পথে। এর মধ্যে ভোটগ্রহণ শেষে ফল আসতে শুরু করেছে। আর অনুমিতভাবেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফ্লোরিডায়। এদিকে জমে উঠেছে ট্রাম্প বাইডেন লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের।

এদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আছেন নিজের জন্য। তার কমও না, বেশিও না। তিনি আমাদের বিশ্বাস করাতে চান যে, সবাই এক, আমরা ক্ষিপ্ত, রাগান্বিত, স্বার্থপর এবং বিভক্ত। তবে আজ আমরা তাকে (ট্রাম্পকে) দেখিয়ে দিতে যাচ্ছি আমরা কারা।

জিল বাইডেন কথাগুলো বলেছেন বেশ কিছু সমর্থকের সামনে। বেশিরভাগই জো বাইডেনের প্রচার শিবিরের লোকজন। ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই সবাইকে চাঙা করে তুলতে এ ধরনের বক্তব্য দেন জিল বাইডেন।

তিনি আরো বলেন, কিছুই নেই, কিছুই না- যখন আমরা সাহসীভাবে শক্ত হয়ে একত্রিত হয়েছি, আমরা কি কিছুই করতে পারি না? জো বাইডেন ও কমলা হ্যারিসের বিজয়ের প্রত্যাশাও করেন জিল বাইডেন। জিল বাইডেনের কথাগুলো শোনার সময় সবাই মাস্ক পরে একে অপরের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছিলেন। সূত্র : আল-জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে