বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০৪:৪৫:৫২

ধৈর্য ধরুন, আমরাই জয়ী হবো: জো বাইডেন

ধৈর্য ধরুন, আমরাই জয়ী হবো: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। সেই সঙ্গে কর্মী-সমর্থকদের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, তারা জয়ের পথে রয়েছেন বলে বিশ্বাস করেন।

কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ''সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। প্রতিটা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এটার (নির্বাচনী প্রক্রিয়ার) সমাপ্তি হবে না। আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী।''

বেশ কয়েকটি সুইং স্ট্যাটে জয়ের সুখবর দিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।

পেনসালভানিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে। সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। 'আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে