বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ১১:১০:১৫

উইসকনসিনে প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

উইসকনসিনে প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেটগুলোর ভোট নিয়ে ট্রাম্প ও বাইডেনের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সবার চোখ এখন দোদুল্যমান এ রাজ্যগুলোর ওপর। উইসকনসিনে ১০টি ইলেক্টোরাল ভোট রয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে জো বাইডেন কিছুটা এগিয়ে আছেন ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত উইসকনসিনে। ভোটের সে সংখ্যাটি ২০ হাজার। এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে এ রাজ্যে প্রায় ত্রিশ হাজার ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।

তবে এবার এখন পর্যন্ত বাইডেন এগিয়ে থাকলেও পার্থক্য খুবই কম থাকায় লড়াই চলছে বলা যায়। এ রাজ্যের জয় পরাজয়ও হোয়াইট হাউজে কে যাবেন তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে