বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ১১:৫৬:০৪

যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই পাগলামি : রুশ মিডিয়া

যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই পাগলামি : রুশ মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের প্রায় সব দেশই এখন তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কে হবে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি বাইডেন, সেই হিসাব কষছেন সবাই। রাশিয়াও তার ব্যতিক্রম নয়। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার সংবাদমাধ্যমগুলোতেও গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

তবে কে প্রেসিডেন্ট হবেন তা নিয়ে তারা গুরুত্ব না দিলেও বরং যুক্তরাষ্ট্র কতটা বিশৃ'ঙ্খলার মধ্যে আছে, সেখানে গণতন্ত্রের কেমন প'ত'ন ঘ'টছে, সেগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন রুশ মিডিয়া কাভারেজ বিশ্লেষণের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, অন্যকে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা শিক্ষা দেওয়ার মতো অবস্থানে যে যুক্তরাষ্ট্র নেই, তা জনগণকে বোঝানোর চেষ্টা করছে রুশ সংবাদমাধ্যমগুলো।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল রোসিয়া টোয়েন্টিফোর কিছু ভিডিও সম্প্রচার করে। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষ চিৎকার করছে, ল'ড়া'ই করছে। টিভি চ্যানেলটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো 'পাগলামি'। আরেক জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে মার্কিন নির্বাচন ঘিরে সহিং'সতার আভাস দেয়া হচ্ছে।

অবশ্য কিছু টিভি চ্যানেল তাদের অগ্রাধিকারের জায়গাও স্পষ্ট করেছে। তারা সাধারণত ডোনাল্ড ট্রাম্পকে স'মালো'চনার বাইরে রেখে কাভারেজ দিচ্ছে। আবার জো বাইডেনের ছেলে হান্টারের বি'রু'দ্ধে দুর্নী'তি ও যৌ'ন হ'য়রা'নির অ'ভিযো'গ নিয়ে তারা অনেক রিপোর্ট প্রচার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে